
বর্তমান বিশ্বের শক্তিধর ক্রিকেট দল গুলোর মধ্যে ভারত অন্যতম। ভারতীয় দলে যেন প্রতিভার ছড়াছড়ি। প্রথম একাদশে জায়গা করে নিতে মরিয়া কয়েক হাজার ক্রিকেটার। কিন্তু গত কয়েক বছর ধরে ভারত আইসিসি আয়োজিত কোন টুর্নামেন্টের ট্রফি ঘরে তুলতে পারেনি। এনিয়ে ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি বহুবার বহু মাধ্যমে সমালোচিত হয়েছেন। অনেকেই তাঁকে অযোগ্য হিসেবেও ঘোষণা করে দিয়েছেন। ব্যাটসম্যান হিসেবে বিরাট কোহলি পৃথিবীর প্রথম সারিতে থাকলেও অধিনায়ক হিসেবে এখনো তেমন সাফল্য আসেনি তার ঝুলিতে।
তার অধিনায়কত্ব নিয়ে কথা বলতে গিয়ে ভারতের প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ কাইফ বলেন, বিরাট কোহলির মধ্যে একজন যোগ্য ব্যাটসম্যানের সবগুলো উপস্থিত আছে। কিন্তু অধিনায়ক হিসেবে সাফল্যটা যেন তার থেকে দূরে পালিয়ে যাচ্ছে। তিনি সঠিক ম্যাচে সঠিক ক্রিকেটার নির্বাচন করতে পারছেন না। এক ম্যাচে একজন ক্রিকেটার খারাপ পারফর্মেন্স করলে দ্বিতীয়বার তাকে আর সুযোগ দেওয়া হচ্ছে না। যার জন্য দলের প্লেয়ারদের উপর একটি মানসিক চাপ তৈরি হচ্ছে। কিন্তু সৌরভ গাঙ্গুলীর সময় এই চাপটি ক্রিকেটারদের ওপর দিতেন না। তিনি বলতেন, তোমরা এগিয়ে যাও আমি তোমাদের পেছনে আছি।
দাদা পেছন থেকে আমাদের সামনে এগিয়ে দিতেন। আমাদের দলে থাকা নিয়ে তেমন কোনো চাপ সৃষ্টি করতেন না তিনি। বলতেন তোমাদের কাছে চার পাঁচটা ম্যাচ আছে। তোমরা সেগুলো খেলে কামব্যাক করার চেষ্টা করো। আমি তোমাদের পেছন থেকে সাপোর্ট দেবো। যেটা হয়তো বিরাট কোহলি তার দলের ক্রিকেটারদের সাথে করছেন না। এইজন্য ক্রিকেটাররা একটু মানসিক চাপের মধ্যে থাকেন। বিরাট কোহলির উচিত প্লেয়ারদের সাথে নিজে কমিউনিকেশন করা। যাতে ক্রিকেটারদের মধ্যে এই ভয়ে না থাকে যে আমাকে দল থেকে বের করে দেওয়া হবে। বিরাট কোহলি নিঃসন্দেহে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যাটসম্যান। তবে তাকে আরও সহকর্মীদের সাথে বন্ধুত্বপূর্ণ হতে হবে।
