Connect with us

Cricket News

নিজের করোনা নিয়ে মুখ খুললেন সৌরভ

Advertisement

গত সাড়ে চার মাসে ২২ বার করোনা পরীক্ষা করিয়েছেন কিংবদন্তি অধিনায়ক ও বর্তমানে বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে সৌভাগ্যবশত টেস্টের ফল একবারও পজিটিভ আসেনি।

করোনা মহামারীর মধ্যেও পেশাগত দায়িত্ব পালনের জন্যই মূলত এত বার করোনা টেস্ট করতে হয়েছে তার। আইপিএলের জন্য সংযুক্ত আরব আমিরশাহীতেও যাতায়াত করতে হয়েছে তাকে।

এক সংবাদ সম্মেলনে গাঙ্গুলী বলেছেন, “গত সাড়ে চার মাসে আমি ২২ বার করোনা পরীক্ষা করিয়েছি। তবে একবারও পজিটিভ আসেনি। আমার চারপাশে অনেকে করোনায় আক্রান্ত হয়েছেন, সে কারণে আমাকেও করোনা পরীক্ষা করাতে হয়েছে।”

প্রাক্তন ভারতীয় অধিনায়ক আরো বলেন, “বাড়িতে বয়স্ক মানুষজন আছেন। যখন দুবাই গেলাম, শুরুর দিকে অনেক দুশ্চিন্তায় ছিলাম। শুধু আমার জন্য নয়, আমার আশপাশের মানুষের জন্যও। মানুষ যাঁকে অনুসরণ করে, এমন একজন হিসেবে আপনি নিশ্চয়ই চাইবেন না আপনার মাধ্যমে কারও শরীরে ভাইরাসটা ছড়াক।”

Advertisement

#Trending

More in Cricket News