Connect with us

Cricket News

South Africa Cricket: ভারতের বিপক্ষে দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

Advertisement

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দক্ষিণ আফ্রিকা সফর নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট দল। ইতিপূর্বে ভারতীয় ক্রিকেট বোর্ডের সবুজ সংকেত পেয়ে পূর্ণাঙ্গ সিরিজের সময়সূচি প্রণয়ন করেছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড। এই সফরকালে স্বাগতিকদের বিরুদ্ধে তিনটি টেস্ট ম্যাচ এবং তিনটি ওডিআই ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। করোনাভাইরাসের নতুন প্রজাতির আগমনে দক্ষিণ আফ্রিকা সফর থেকে টি-টোয়েন্টি সিরিজ বাদ দেওয়া হয়েছে। প্রোটিয়াদের বিরুদ্ধে চলতি মাসের ২৬ তারিখে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামবে ইন্ডিয়া।

এদিকে পৃথিবীর শক্তিশালী টেস্ট দলের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই করতে প্রস্তুত দক্ষিণ আফ্রিকা। সময়সূচী প্রণয়নের পর এবার ভারতের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। ২১ জনের স্কোয়াডে চমক হিসেব দুই নতুন ক্রিকেটারকে জায়গা দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। নতুন মুখ হিসেবে টেস্ট স্কোয়াডে জায়গা করে নিয়েছেন সিসান্দা মাগালা ও রিয়ান রিকেলটন। যথারীতি ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন ডিন এগার। এক নজরে দেখে নিন ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার শক্তিশালী স্কোয়াড-

দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড: ডিন এলগার (অধিনায়ক), তেম্বা বাভুমা (সহ-অধিনায়ক), কুইন্টন ডি’কক, কাগিসো রাবাদা, সারেল এরউই, বিউরান হেনড্রিকস, জর্জ লিন্ডে, কেশব মহারাজ, লুঙ্গি এনগিদি, এডেন মার্করাম, উইয়ান মাল্ডার, এনরিখ নরকিয়া, কিগান পিটারসেন, রাসি ভ্যান ডার দাসেন, কাইল ভেরেইন, মার্কো জানসেন, গ্লেন্টন স্টুরমান, প্রেনেলান সাবরায়েন, সিসান্দা মাগালা, রিয়ান রিকেলটন, ডুয়ান অলিভিয়ের।

প্রথম টেস্ট: ২৬-৩১ ডিসেম্বর, সুপারস্পোর্ট পার্ক, সেঞ্চুরিয়ন।

দ্বিতীয় টেস্ট: ৩-৭ জানুয়ারি, ওয়ান্ডারার্স, জোহানেসবার্গ।

তৃতীয় টেস্ট: ১১-১৫ জানুয়ারি, নিউল্যান্ডস, কেপ টাউন।

Advertisement

#Trending

More in Cricket News