Connect with us

Cricket News

ঘরের মাঠে শ্র্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা

Advertisement

আগামী ডিসেম্বর-জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের একটি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের (সিএসএ)পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে।

সিএসএ এক বিবৃতিতে জানায়, ‘ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। ২৬ ডিসেম্বর, বক্সিং ডে টেস্টে সেঞ্চুরিয়নে হবে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার প্রথম ম্যাচ। জোহানেসবার্গে ৩ জানুয়ারি থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।’

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগে ইংল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের টি-২০ ও ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। ২৭,২৯ ও ১ নভেম্বর তিনটি টি-২০ ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। এরপ ৪, ৬ ও ৯ ডিসেম্বর তিনটি ওয়ানডে ম্যাচ খেলা হবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যে।

ইংল্যান্ড ও শ্রীলঙ্কার পর ফেব্রুয়ারিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। এরপর এপ্রিল মাসে পাকিস্তানের বিরুদ্ধে তিনটি  ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচ খেলবে। অস্ট্রেলিয়া ও পাকিস্তনের বিরুদ্ধে সিরিজে কোন ম্যাচ কবে কোথায় খেলা হবে সেটা খুব তাড়াতাড়িই জানানো হবে।

Advertisement

#Trending

More in Cricket News