
অবিরাম বৃষ্টির জেরে ভেস্তে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা ভীষণভাবে বিঘ্নিত হয়েছে। পঞ্চম দিনে সমৃদ্ধ খেলা দেখে ক্রিকেট বিশ্ব। প্রথম ইনিংসের শেষে ৩২ রানের লিড নিয়ে নিউজিল্যান্ডের স্কোর দাঁড়ায় ২৪৯। এরপর ভারত আবার ব্যাটিংয়ে নামে। ২য় ইনিংসের শুরুটা জোরদার করতে পারেনি ভারতীয় ওপেনাররা। ৮ রানে LBW হয়ে ফিরত যান শুভমান গিল। রোহিত শর্মা ৩০ রান করে প্যাভিলিয়নে ফেরেন। দুজনকেই আউট করেন টিম সাউদি। পঞ্চম দিনের শেষে ভারতের স্কোর ৬৪/২। ৩২ রানে লিড নিয়ে এগিয়ে টিম ইন্ডিয়া। অন্তিম দিনে দুই দল হাড্ডাহাড্ডি লড়াই করবে নাকি বৃষ্টি মাঝপথে বাঁধা হয়ে দাঁড়াবে তা জেনে নেওয়া যাক।
বৃষ্টির মরসুমে সাউদাম্পটনে মেগা ফাইনাল আয়োজনের যুক্তিগ্রাহ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্ব ক্রিকেট প্রেমীরা। আইসিসির পরিুকল্পনা নিয়েও প্রশ্ন উঠেছে। ক্ষতিপূরণ হিসেবে রিজার্ভ ডেতে ওভার সংখ্যা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। সাধারণত টেস্ট ক্রিকেটের একদিনে ৯০ ওভার খেলা হয়। আজ সেখানে ৯৮ ওভার খেলা হবে বলে জানানো হয়েছে। তবে আবহাওয়া যদি অনুকূল না হয় তাহলে এই পরিকল্পনাও জলে যাবে তা বলার অপেক্ষা রাখে না।
রিজার্ভ দিবসে আবহাওয়া কীভাবে কেমন থাকবে তা দেখুন
বৃষ্টির কারণে দুই দিনেরও বেশি সময় খেলা ভেস্তে যাওয়ার কারনে খেলা অনিবার্যভাবে রিজার্ভ ডে-তে গড়িয়েছে। সৌভাগ্যক্রমে, আবহাওয়া শেষ দিনে ক্রিকেট-বান্ধব হবে বলে আশা করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, আজ বেশিরভাগ সময়ই আকাশে রোদ থাকবে, এবং খুব বেশি মেঘের উপস্থিতি থাকবেনা। সুতরাং, টেস্ট ক্রিকেটের আজ একটি আকর্ষণীয় দিন। উভয় দলেরই একটি দৃঢ় পরিকল্পনা নিয়ে আসা উচিত। লক্ষণীয়ভাবে, যদি খেলাটি ড্রয়ে শেষ হয় তবে ভারত ও নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপা ভাগ করে নেবে।
