Connect with us

Cricket News

IND vs SL: টসে হেরে প্রথমে ব্যাটিং করবে টিম ইন্ডিয়া, দেখুন প্রথম একাদশে কারা কারা আছে

  • by

Advertisement

ভারত শ্রীলংকার মধ্যে অনুষ্ঠিত ওডিআই সিরিজে ভারত শ্রীলংকাকে ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে। একদিনের সিরিজে প্রথম দুটি ম্যাচে জয়লাভ করে ভারত। শেষ ম্যাচে অবশ্য জয় পায় টিম শ্রীলঙ্কা। ২০১২ সালের পর প্রথমবারের মতো শ্রীলংকা নিজের দেশে ভারতকে পরাজিত করেছে। যেটি শ্রীলংকার জন্য অত্যন্ত আনন্দের বিষয়। ভারত ও শ্রীলংকার মধ্যে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি খেলা হবে আজ শ্রীলংকার আর প্রেমাদাসা স্টেডিয়ামে। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলংকান ক্যাপ্টেন দাশুন শানাকা। দেখে নিন সিরিজের প্রথম ম্যাচে ভারত এবং শ্রীলংকার একাদশ-

ভারতের একাদশ: শিখর ধাওয়ান (C), পৃথ্বী শ, ইশান কিশান, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (WK), হার্ডিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, বরুণ চক্রবর্তী

শ্রীলংকার একাদশ: অবীশকা ফার্নান্দো, মিনোদ ভানুকা (WK), ধনঞ্জায়া দে সিলভা, চরিত আসালঙ্কা, দাশুন শানাকা (C), আশেন বান্দারা, ভানিন্দু হাসরঙ্গা, চামিকা করুণারত্নে, ইসুর উদানা, আকিলা দানঞ্জায়, দুশমন্ত চামেরা

ম্যাচ ভেন্যু: শ্রীলংকার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম।

Advertisement

#Trending

More in Cricket News