
করোনা মহামারীতে বন্ধ হতে চলেছিলো ভারত শ্রীলংকা সিরিজ। কিন্তু এবার সেই বাধায় সবুজ সংকেত পড়লো শ্রীলংকান সরকারের। ভারত শ্রীলঙ্কা সিরিজ হতে আর কোন বাধা রইলো না। শ্রীলঙ্কান সরকার জানিয়েছে, সবার করোনা টেস্ট নেগেটিভ আসলে চলতি মাসের ১৮ তারিখ থেকে সিরিজের খেলাগুলি শুরু হবে। উল্লেখ্য শ্রীলঙ্কান শিবিরে করোনার প্রকোপ শুরু হলে ধোঁয়াশায় ঢেকে যায় ভারত শ্রীলংকা সিরিজ। স্থগিত করে দেওয়া হয় সময়সূচী অনুসারে ম্যাচ গুলি।
চলতি মাসের ১৩ তারিখ থেকে ভারত শ্রীলংকার মধ্যে তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু বাধা ফেলে করোনা। শ্রীলংকান শিবিরের প্রধান ব্যাটিং কোচ গ্র্যান্ড ফ্লাওয়ার এবং ডাটা এনালাইসিস GT নিরসন করোনা আক্রান্ত হয়ে পড়েন। জানা যায় তারা ইংল্যান্ড থেকে শ্রীলঙ্কা সফরের ৪৮ ঘণ্টার মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও তাদের লক্ষণ অত্যন্ত মৃদু। যার জন্য স্থগিত করতে হয় ভারত শ্রীলংকা সিরিজ। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সেক্রেটারি জয় সাহা বলেন, এমন অবস্থায় সিরিজ করানো উচিত হবে না শ্রীলঙ্কান বোর্ডের।
সব বাধা কাটিয়ে শ্রীলঙ্কান সরকার সবুজ সঙ্কেত দিলেন। সরকারের তরফ থেকে বলা হয়েছে সমস্ত খেলোয়াড়দের করোনা টেস্ট করিয়ে তারপর সিরিজ শুরু করা হবে। ব্যাটিং কোচ ফ্লাওয়ার এবং ডাটা এনালাইসিস GT নিরসনকে আলাদা করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদেরকে RT-PCR টেস্ট করিয়ে তবে দলের ঢোকার অনুমতি দেওয়া হবে। শেখর ধাওয়ান এর নেতৃত্বে ভারতীয় জুনিয়র টিম ১৮ জুলাই থেকে প্রথম একদিনের ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে। এ বিষয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এবং শ্রীলংকা ক্রিকেট বোর্ড ও ছাড়পত্র দিয়েছে।
