
আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত। কালকের ম্যাচে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিতে দেখা যাবে রোহিত শর্মাকে। তাছাড়া কালকের ম্যাচ ভারতের জন্য এক ঐতিহাসিক উপলব্ধি। বিশ্ব ক্রিকেটের প্রথম দল হিসেবে আগামীকাল ভারত ১০০০ তম একদিনের ম্যাচ খেলতে চলেছে। তাছাড়া আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শচীন টেন্ডুলকারের বিশেষ রেকর্ড ভাঙতে চলেছে রান মেশিন বিরাট কোহলি। আর মাত্র ৬ রান সংগ্রহ করতে পারলে দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এই বিশেষ রেকর্ড গড়বেন বিরাট কোহলি।
ইতিপূর্বে শচীন টেন্ডুলকার দেশের মাটিতে একদিনের ক্রিকেটে ৫০০০ রান সংগ্রহ করা প্রথম ব্যাটসম্যান ছিলেন। এই মাইলফলক স্পর্শ করতে দেশের মাটিতে তিনি ১২১টি ওডিআই ম্যাচ খেলেছিলেন। তবে তার সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়তে চলেছেন বিরাট কোহলি। বর্তমানে ওডিআই ক্রিকেটে দেশের মাটিতে তার সংগ্রহকৃত রানের পরিমাণ ৪৯৯৪। অর্থাৎ এলিট ক্লাবে প্রবেশের জন্য আর মাত্র ৬ রান প্রয়োজন বিরাট কোহলির। আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে দেশের মাটিতে মাত্র ৯৬ ম্যাচ খেলে বিরাট কোহলি ৪৯৯৪ রান সংগ্রহ করেছেন।
অর্থাৎ আগামীকাল মাত্র ৬ রান সংগ্রহ করতে পারলেই ৯৭ ম্যাচ খেলে শচীন টেন্ডুলকারের রেকর্ড ভাঙবেন তিনি। যদি আগামীকাল বিরাট কোহলি ৬ রান করতে ব্যর্থও হন তার পরেও শচীন টেন্ডুলকারের চেয়েও কম ইনিংস খেলে এলিট ক্লাবে প্রবেশ করবেন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট ইতিহাসে বিরাট কোহলি হবেন দ্বিতীয় ব্যাটসম্যান যিনি দেশের মাটিতে একদিনের ক্রিকেটে ব্যক্তিগত ৫০০০ রান পূর্ণ করতে চলেছেন। তাছাড়া সবচেয়ে কম ইনিংস খেলে এই তালিকায় নিজের নাম লিপিবদ্ধ করতে চলেছেন বিরাট কোহলি। আগামীকাল ভারতের ১০০০ তম ওডিআই ম্যাচে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের রেকর্ড ভাঙতে চলেছেন বর্তমান সময়ের কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলি।
