Connect with us

Cricket News

আজ ভারতীয় বোলারদের আক্রমণ করলেন স্মিথ

Advertisement

সিডনিতে বৃষ্টিবিঘ্নিত তৃতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনের প্রথমার্ধ যদি ভারতের নামে গিয়ে থাকে, তাহলে দ্বিতীয়ার্ধ নিঃসন্দেহে অস্ট্রেলিয়ার পক্ষে যাবে। যেভাবে স্টিভ স্মিথ এবং মার্নাস লাবুশেন ভারতীয় বোলারদের সামলেছেন দ্বিতীয় দিনের শুরুতে ভারতীয় বোলাররা ভাল বল না করতে পারলে অস্ট্রেলিয়া যে বড় রান করবে সেটা বলার অপেক্ষা রাখে না।

অভিষেকে অর্ধশতরান করার পর আর এক অভিষেক হওয়া ক্রিকেটার নভদীপ সাইনির বলে আউট হন উইল পুকোভস্কি। তার ব্যাট থেকে এল ১১০ বলে ৬২ রান। আর তারপর চার নম্বরে নামেন অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের প্রধান ভরসা স্টিভ স্মিথ। নেমেই শুরু থেকে ওয়ানডে মেজাজে ব্যাটিং করছিলেন স্মিথ। গত তিন ইনিংসে যে খারাপ ফর্ম দেখিয়েছেন একটাও বাউন্ডারি মারতে পারেননি, এই ইনিংসে একেবারে তাঁর উলটোটা দেখিয়েছেন তিনি। আর নিজের এ ইনিংসে এমন একটি দর্শনীয় শট মারেন স্মিথ, যা দেখে মোহিত হয়ে গিয়েছে গোটা ক্রিকেট বিশ্ব।

ইনিংসের ৩৬ তম ওভারের তৃতীয় বলে নভদীপ সাইনি একটি ফুল লেংথ বল দেন স্টিভ স্মিথকে, সেই সময় পাঁচ রানে ব্যাটিং করছিলেন স্মিথ। ১৪১ এর গতিতে আসা ইনকামিং ডেলিভারিটিকে একেবারে সোজা ব্যাটে দুর্দান্ত ভঙ্গিতে অন ড্রাইভ মারেন স্মিথ, যা গিয়ে শেষ করে বাউন্ডারিতে। ক্রিকেটে অন ড্রাইভ শটটি অত্যন্ত কঠিন। আর স্মিথ বেশ স্বচ্ছন্দের সাথে সেই শটটি মারতে সিদ্ধহস্ত। এই শটেই যেন আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন প্রাক্তন এই অধিনায়ক।

Advertisement

#Trending

More in Cricket News