Connect with us

Cricket News

প্রথম দিনের শেষে স্মিথের প্রশংসা, সমালোচনা হল এই ভারতীয় ক্রিকেটারকে নিয়ে

Advertisement

সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৬৬/২।

ম্যাচের প্রথম দিন বৃষ্টি বিঘ্নিত থেকেছে। টস জিতে প্রথমে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার প্রথম ধাক্কা ডেভিড ওয়ার্নারের রূপে লাগে। তিনি মাত্র ৫ রান করে আউট হন। তবে এরপর দ্বিতীয় উইকেটের হয়ে উইল পোকোভস্কি আর মার্নস লাবুসেন ১০০ রানের একটি দুর্দান্ত পার্টনারশিপ গড়েন। উইল পোকোভস্কি (৬২ রান) দলের ১০৬ রানের মাথায় নভদীপ সাইনির বলে এলবিডব্লিউ হয়ে যান। অন্যদিকে তৃতীয় উইকেটের হয়ে মার্নস লাবুসেন আর স্টিভ স্মিথ ৬০ রানের পার্টনারশিপ গড়ে ফেলেছেন। বর্তমানে স্টিভ স্মিথ ৩১ রান করে খেলছেন, অন্যদিকে ৬৭ রানের অপরাজিত রয়েছেন মার্নস লাবুসেন।

প্রথম দিন ২টি সহজ ক্যাচ ছাড়ার কারণে ঋষভ পন্থকে নিয়ে টুইটারে জমিয়ে ঠাট্টা করা হচ্ছে। অন্যদিকে আক্রামণাত্মক মেজাজে ব্যাটিং করা স্টিভ স্মিথের টুইটারে দারুণ প্রশংসা হয়ে চলেছে। এছাড়াও মার্নাস লাবুশেনের ইনিংসকেও মানুষ দারুণভাবে প্রশংসা করেছেন।

Advertisement

#Trending

More in Cricket News