
টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বিরাট কোহলির কন্যাসন্তানকে দেখতে উদগ্রীব নেটিজেনরা। কবে ফুটফুটে মেয়েকে এক ঝলক দেখা যাবে সেই অপেক্ষায় দিন গুনছে তারা। তবে এখন করোনার আবহ। তাই করোনার সময় সতর্ক বিরুষ্কা। এখনই তা হতে দিতে চাইছেন না তাঁরা। সেইজন্য নিকট আত্মীয়দেরও অনুমতি নেই হাসপাতালে দেখা করার। এমনকি কোনও রকম ফুল বা উপহারও নিচ্ছেন না তাঁরা। এতটাই কঠোর নিরাপত্তা যে অনুষ্কা যে ঘরে রয়েছেন, তার পাশের ঘরের লোকজনদের আত্মীয়দেরও ওই ঘরে যেতে দেওয়া হচ্ছে না। এ যেন একেবারে ‘জেড প্লাস’ নিরপত্তা!
করোনার জন্যই শুধু এই সতর্কতা মনে করছেন না অনেকে। তাঁদের মতে কোনও ম্যাগাজিনে মেয়ের প্রথম ছবি যাওয়ার পরিকল্পনা রয়েছে বিরাটদের। সেই কারণেই হয়তো এত বেশি সতর্কতা। হাসপাতালের তরফেও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। তাঁদের কর্মীদেরও ছবি তোলার কোনও অনুমতি নেই। হাসপাতাল থেকে বেরনোর সময়ও যাতে কোনও ভাবে ছবি না ওঠে সেই জন্য পিছনের দরজার ব্যবস্থাও রাখা হচ্ছে।
তবে কবে বিরুষ্কার মেয়েকে দেখা যাবে তার অপেক্ষা আরো বাড়ছে। যেভাবে বিরুষ্কার সন্তান জন্মানোর আগে কবে পৃথিবীর আলো দেখবে সেই নিয়ে আলোচনা হচ্ছিল এখনো ঠিক এক অবস্থা তাদের মধ্যে।
