Connect with us

Cricket News

Indian cricket team: ২০০০ সালের পরবর্তী সময়ে ভারতের সেরা ক্রিকেটারদের নিয়ে নির্মিত শক্তিশালী একাদশ, সৌরভ নয় বরং এই ক্রিকেটার হলেন অধিনায়ক!!

Advertisement

ভারতীয় ক্রিকেটের ইতিহাস সুদীর্ঘ এবং প্রাচীন। একের পর এক বিশ্ববরেণ্য ক্রিকেটারের জন্ম হয়েছে ভারতীয় ক্রিকেট ইতিহাসে। ক্রিকেটের এমন কোনো রেকর্ড নেই যেখানে ভারতীয় ক্রিকেটাররা নিজেদের ছাপ ফেলতে সক্ষম হননি। যদি ২০০০ সালের পরবর্তী সময়ের ক্রিকেটারদের নিয়ে ভারতের সেরা শক্তিশালী একাদশ তৈরি করা হয় সে ক্ষেত্রে কেমন হতে পারে সেই শক্তিশালী একাদশ? চলুন দেখে নেওয়া যাক-

ওপেনিং জুটি: ভারতের সর্বকালের সেরা একাদশে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে জায়গা করে নিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার এবং ক্রিকেটের বিস্ময়কর ব্যাটসম্যান বীরেন্দ্র শেওয়াগ। ভারতীয় ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা ওপেনার বীরেন্দ্র শেওয়াগ তার আগ্রাসী ব্যাটিংয়ের জন্য বিশ্ব ক্রিকেটে আলাদা অস্তিত্ব স্থাপন করেছেন।

মিডল অর্ডার: সর্বকালের সেরা একাদশে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে জায়গা পেয়েছেন রান মেশিন বিরাট কোহলি। চতুর্থ বিকল্প হিসেবে দলে জায়গা করে নিয়েছেন ‘দ্য ওয়াল’ রাহুল দ্রাবিড়। এছাড়া উইকেট-রক্ষক অধিনায়ক হিসেবে সেরা একাদশে রয়েছেন ক্রিকেটের সমস্ত ফরম্যাটে শিরোপা জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

অলরাউন্ডার: ভারতের সর্বকালের সেরা একাদশে অলরাউন্ডার হিসেবে জায়গা করে নিয়েছেন মৃত্যুঞ্জয়ী ক্রিকেটার যুবরাজ সিং। দুটি বিশ্বকাপ জয়ে যুবরাজ সিংয়ের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। এছাড়া বর্তমান সময়ের পৃথিবীর অন্যতম সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা রয়েছেন এই তালিকায়।

স্পিনার: সেরা একাদশে স্পিনার হিসেবে দুটি বিকল্প বেছে নেওয়া হয়েছে। প্রথম বিকল্প হিসেবে দলে জায়গা করে নিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা অফ স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। এছাড়া দ্বিতীয় বিকল্প হিসেবে সেরা একাদশে জায়গা পেয়েছেন হরভজন সিং।

পেসার: ভারতের অন্যতম সেরা পেসার জাহির খান প্রথম বিকল্প হিসেবে সর্বকালের সেরা একাদশে জায়গা পেয়েছেন। দ্বিতীয় বিকল্প হিসেবে ভারতীয় একাদশে জায়গা করে নিয়েছেন বর্তমান সময়ের কিংবদন্তি পেসার জসপ্রীত বুমরাহ।

ভারতের সর্বকালের সেরা একাদশ: শচীন টেন্ডুলকার, বীরেন্দ্র শেওয়াগ, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক/উইকেট-রক্ষক), রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, হরভজন সিং, জাহির খান এবং জসপ্রীত বুমরাহ।

Advertisement

#Trending

More in Cricket News