Connect with us

Cricket News

গিল ও রানাকে সরিয়ে এদেরকে কেকেআরের ওপেনার করার পরামর্শ দিলেন গাওস্কর

  • by

Advertisement

কলকাতা নাইট রাইডার্সের হয়ে অর্ডারের শীর্ষে নীতিশ রানা এবং শুভমান গিলের পারফরমেন্সে খুশি নন সুনীল গাওস্কর। তিনি কেকেআরের নতুন ওপেনিং জুটির প্রস্তাব দিয়েছেন। তিনি বিশ্বাস করেন যে আইপিএল ২০২১-এ রাহুল ত্রিপাঠী এবং সুনীল নারিনকে ওপেনার হিসাবে খেলানো উচিত।

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মরসুমের দ্বিতীয় জয় পায় নাইটরা। মাত্র ১২৩ রান তাড়া করতে গিয়ে বিপাকে পড়েছিল কলকাতা। ওপেনিং স্লটে শুভমান গিল এবং নীতিশ রানা যথাক্রমে ৯ এবং ০ রান করেন। বিশেষকরে শুভমান গিল একেবারেই ফর্মে নেই। আইপিএল ২০২১ সালে ছয় খেলায় ১৪.৮৩ গড়ে মাত্র ৮৯ রান করেছেন তিনি।

কেকেআরের তাদের উদ্বোধনী স্ট্যান্ড পরিবর্তনের আশা করা উচিতঃ সুনীল গাওস্কর

“আমি মনে করি সুনীল নারিন শুভমান গিলের জায়গায় আনা দরকার। গিল ওপেন করতে গিয়ে বেশ সমস্যায় পড়ছেন, একেবারেই রান পাচ্ছে না। নীতিশ রানা ৩ নম্বরে ব্যাট করে কেকেআরের হয়ে খুব সফলতা পেয়েছেন। এই মরশুমে ওপেন করতে গিয়ে সমস্যায় পড়ছে সুতরাং, রাহুল ত্রিপাঠীর অন্য দলের হয়ে ওপেনিং রেকর্ড ভালো। তাই সুনীল নারিনের সাথে যদি রাহুলকে দিয়ে ওপেন করানো যায় তাহলে কেকেআর ভালো ফলাফল পেতে পারে।”

Advertisement

#Trending

More in Cricket News