
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের ১৪তম মরশুমে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলছেন না মিচেল মার্শ। তাঁর জায়গায় হায়দ্রাবাদ ইংল্যান্ড ব্যাটসম্যান জেসন রয় স্বাক্ষর করেছে। ব্যক্তিগত কারণে পুরো মরশুমের জন্য নিজেকে অনুপলভ্য করেছেন মিচেল মার্শ। মার্শ ২০২০-র সংস্করণের প্রথম খেলায় আহত হয়েছিলেন এবং এরপর থেকে তিনি আর খেলতে পারেননি। আইপিএল ৯ এপ্রিল থেকে শুরু হতে চলেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) এবং মুম্বাই ইন্ডিয়ান্স টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ খেলবে। ১১ই এপ্রিল কেকেআরের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে সানরাইজার্স হায়দ্রাবাদ।
প্রতিস্থাপন সম্পর্কে জানিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ টুইট করেছে, “ব্যক্তিগত কারণে মিচেল মার্শ IPL 2021 থেকে সরে দাঁড়াবেন। আমরা সানরাইজার্স হায়দ্রাবাদের ফ্যামিলিতে জেশন রয়কে স্বাগত জানাচ্ছি। মার্শ ২০১০ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ তাঁর আত্মপ্রকাশ করেন। সেই সময় থেকে তিনি মোট ২১ টি আইপিএল গেম খেলেছেন। তাঁর জায়গায় স্থলাভিষিক্ত হয়ে আসছেন জেসন রয়। রয় ২০১৭ সালে গুজরাট লায়ন্সের হয়ে খেলে আইপিএলে অভিষেক করেন এবং পরে আইপিএলের ২০১৮-র সংস্করণে দিল্লি ডেয়ারডেভিলস এর (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) হয়ে খেলেন। তিনি মোট ৮টি ম্যাচ খেলেছেন এবং একটি অর্ধ-শতরান সহ মোট ১৭৯ রান সংগ্রহ করেছেন। সানরাইজার্স হায়দ্রাবাদ রয়কে তাঁর বেস প্রাইস ২ কোটি টাকার বিনিময়ে অধিগ্রহণ করেছে।
আইপিএল ২০২১ এ সানরাইজার্স হায়দ্রাবাদের সম্পূর্ণ স্কোয়াডঃ
ডেভিড ওয়ার্নার (C), কেন উইলিয়ামসন, জনি বেয়ারস্টো (wk), মণীশ পাণ্ডে, শ্রীবৎস গোস্বামী (wk), ঋদ্ধিমান সাহা (wk), প্রিয়ম গর্গ, বিজয় শঙ্কর, অভিষেক শর্মা, আব্দুল সামাদ, বিরাট সিং, জেসন রয়, জেসন হোল্ডার, মোহাম্মদ নবি, রশিদ খান, শাহবাজ নাদিম, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, সন্দীপ শর্মা, খলিল আহমেদ, সিদ্ধার্থ কাউল, বাসিল থাম্পি, জগদীশ সুচিথ, কেদার যাদব, মুজিব-আপনার-রহমান।
