
এখন ক্রিকেট বিশ্ব তাকিয়ে রয়েছে আইসিসি টি-২০ বিশ্বকাপের দিকে। এবারের আয়োজক সংযুক্ত আরব আমিরসাহি। এরই মধ্যে ভারতীয় দলে তিন নম্বর প্লেয়ার কে হবে তা নিয়ে প্রাক্তন ভারতীয় ক্রিকেটের সঞ্জয় মাঞ্জারেকর বলেন, যেহুতু টি-২০ বিশ্বকাপে বিরাট কোহলি রোহিত শর্মার সাথে ওপেন করবেন, ফলে তিন নম্বর জায়গার জন্য সবচেয়ে উপযুক্ত হলেন সূর্যকুমার যাদব।
কোহলি ও রোহিত শর্মা এইবারের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে হোম টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ম্যাচে প্রথমবারের মতো ৯৪ রানের জুটি গড়েছিলেন। ২০১৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে তাঁরা একসাথে ওপেন করেছিলেন। তখনই মাঞ্জেরেকর মনে করেন যে, তিন নম্বর স্থানে সূর্যকুমার যাদবই সবচেয়ে উপযুক্ত হতে পারেন। টি-২০ বিশ্বকাপ চলতি বছরের ১৭ অক্টোবর থেকে হওয়ার কথা। তার আগে ১৩ জুলাই থেকে শুরু হবে ভারত শ্রীলঙ্কা সিরিজ। এই সিরিজে কে কেমন পারফর্ম করে, তার ওপরেই মূলত নির্ভর করবে টি-২০ বিশ্বকাপে কাকে ৩ নম্বরে খেলানো হবে।
এদিন সঞ্জয় মাঞ্জারেকর বলেন, ‘হ্যাঁ, আমি মনে করি যে সূর্যকুমার যাদবই তিন নম্বর পজিশনের জন্য একদম উপযুক্ত, যখন জানা যাচ্ছে যে রোহিত শর্মা এবং বিরাট কোহলি ওপেন করবেন। গোটা আইপিএল -এ এমনকি তার পরেও আমি এতো সুন্দর ব্যাটিং করতে অন্য কাউকে দেখি নি। আর এটাই সূর্যকুমার যাদবের তিন নম্বরে উঠে আসার জন্য যথেষ্ট।’
উল্লেখ্য, সূর্যকুমার যাদব আইপিএল -এ মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে তিন নম্বরে ব্যাট করেছেন। আর যথেষ্ট দক্ষতার সাথেই নিজের জায়গা সামলেছেন। তাঁর সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী হলেন কেএল রাহুল। যাদব যদি ভারত-শ্রীলঙ্কা সিরিজে ভালো খেলে, তাহলে ধরে নেওয়া যেতে পারে যে আগত টি-২০ বিশ্বকাপে তিন নম্বর স্থানটি তাঁরই পাকা।
