Connect with us

Cricket News

Surya Kuar Yadav: অভাবনীয় ব্যাটিং সূর্য কুমার যাদবের, প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানি ক্রিকেটার কামরান আকমল

  • by

Advertisement

বর্তমানে ভারতীয় জুনিয়র দল শ্রীলঙ্কা সফরে ব্যস্ত আছে। সেখানে শেখর ধাওয়ান এর নেতৃত্বে ভারতীয় ক্রিকেট টিম স্বাগতিকদের বিরুদ্ধে তিন একদিনের ম্যাচ ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচে অংশগ্রহণ করবে। ওডিআই সিরিজের প্রথম দু’টি ম্যাচে ভারত অভাবনীয় জয়লাভ করেছে। সিরিজের প্রথম ম্যাচে ভারত শ্রীলংকাকে ৭ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ৩ উইকেটে পরাজিত করেছে। বর্তমানে সিরিজে ভারত ২-০ তে এগিয়ে রয়েছে।

ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচ কে কেন্দ্র করে প্রশংসার ঝড় উঠেছে প্রাক্তন ক্রিকেটার দের মাঝে। পাকিস্তানি প্রাক্তন ক্রিকেটার কামরান আকমল ভারতের জুনিয়র ক্রিকেটারদের প্রশংসা করেছেন। তিনি বলেন, ভারত যেভাবে পুরো ম্যাচটিতে লড়াই করেছে তা এককথায় অভাবনীয়। ১৯৩ রানে ৭ উইকেট হারিয়েও ভারতের বোলাররা যেভাবে নিজেদের অভিজ্ঞতা ঢেলে দিয়েছেন ম্যাচে তা অবশ্যই প্রশংসার দাবিদার। তিনি আরো বলেন, ভারতের হয়ে সূর্য কুমার যাদব চোখে পড়ার মতো পারফরম্যান্স করে যাচ্ছেন। তার ব্যাটিং কৌশল যে কাউকেই মুগ্ধ করবে সেটা বলে দিতে হয় না।

সূর্য কুমার যাদব শ্রীলংকার বিরুদ্ধে প্রথম ম্যাচে ২০ বলে ৩১ রান এবং দ্বিতীয় ম্যাচে ৪৪ বলে ৫৩ রানের দুরন্ত ইনিংস খেলেন। যা তার সামনের জীবনে ক্রিকেটের ভবিষ্যৎ বলে দেয়। তিনি আরো বলেন, সূর্য কুমার যাদব কে কে ভারতের হয়ে ৭০ থেকে ৮০ টা একদিনের ম্যাচে খেলতে দেখতে চাই। তার আক্রমণাত্মক মনোভাব বোলারদের মাঝে ভীতির সঞ্চার করে থাকে। মাঠের সবদিকে রান বানানোর ক্ষমতা আছে সূর্য কুমার যাদবের। তাই আমার মনে হয় ভারত আর একজন ভাল নির্ভরযোগ্য ব্যাটসম্যান পেতে চলেছে তাদের প্রধান টিমে।উল্লেখ্য, সূর্য কুমার যাদব চলতি বছরের প্রথমে ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে পদার্পণ করেন। তারপরেই তার অভিষেক হলো শ্রীলঙ্কা সিরিজে।

Advertisement

#Trending

More in Cricket News