Connect with us

Cricket News

সিডনি টেস্ট ড্র, এই কথা বললেন রাহানে

Advertisement

ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে চলা চার টেস্ট ম্যাচের সিডনিতে তৃতীয় ম্যাচে লড়াই করে ড্র করেছে ভারত। আর জেতা ম্যাচ মাঠে ফেলে এসেছে অস্ট্রেলিয়া। এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের দুর্দান্ত প্রদর্শন দেখতে পাওয়া গিয়েছে। ঋষভ পন্থ, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, রবিচন্দ্রন অশ্বিন সবাই সেরাটা দিয়েছিলেন।

ম্যাচের পর অধিনায়ক অজিঙ্কে রাহানে যখন পোষ্ট ম্যাচ প্রেজেন্টেশন সেরিমনিতে পৌঁছন তো তিনি দলের খেলোয়াড়দের প্রদর্শনের ব্যাপারে কথা বলেন। রাহানে বলেন যে, “আজ সকাল হওয়ার পর আমাদের রণনীতি ছিল পরিণামের ব্যাপারে ভাবার বদলে শেষ পর্যন্ত খেলার। যেভাবে এই ম্যাচে আমাদের খেলোয়াড়রা খেলেছে তাতে আমি যথেষ্ট খুশি। যদি পুরো প্রদর্শনের কথা বলা হয় তো দলে এমন কিছু জায়গা রয়েছে যেখানে আমরা উন্নতি করতে পারি।”

ম্যাচ ড্র করার  ব্যাপারে কথা বলতে গিয়ে  রাহানে বলেন, “বিহারী আর অশ্বিন ম্যাচে দুর্দান্ত ছিল, যেভাবে ওরা শেষে ব্যাটিং করেছে আর খেলায় দুর্দান্ত ভূমিকা পালন করেছে, সেটা বাস্তবে দারুণ ছিল। ম্যাচের ক্রেডিট পন্থেরও, পন্থ ভালো প্রদর্শন করেছে। আমরা ওই রণনীতি বানিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত এই পরিকল্পনাকে সফল করার দায়িত্ব নিয়েছে খেলোয়াড়রা।”

 

Advertisement

#Trending

More in Cricket News