Connect with us

Cricket News

Harabhajan Singh: টি-টোয়েন্টি বিশ্বকাপে কারা হতে পারেন ভারতের তুরুপের তাস? বেছে নিলেন হরভজন সিং

Advertisement

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচেই পৃথ্বী শ, ইশান কিষাণরা রীতিমতো টি-টোয়েন্টি খেলেছিলেন। তরুণদের এহেন নির্ভিক ব্যাটিং দেখে আপ্লুত হরভজন সিং। ভাজ্জির মতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে এরাই দলের সম্পদ হয়ে উঠবেন। পৃথ্বী শ্রীলঙ্কার বিরুদ্ধে ওপেন করতে নেমেই ঝড় তোলেন। মাত্র ২৪ বলে ৪৩ রানের চোঁখধাঁধানো ইনিংস খেলেন। অন্যদিকে, ক্রিজে এসেই ছক্কা হাঁকিয়ে ওয়ান ডে কেরিয়ার শুরু করা ইশান কিষাণ মাঠ ছাড়েন ৪২ বলে ৫৯ রান করে।

দুই তরুণ ব্যাটসম্যানের সামনে শ্রীলঙ্কান বোলিং লাইনআপকে রীতিমতো অসহায় দেখাচ্ছিল। অবশ্য ঈশান কিষান আউট হওয়ার পরে মণীশ পান্ডে ধরে খেলছিলেন। কিন্তু তিনিও প্যাভিলিয়নে ফেরার সূর্যকুমার যাদব এসে ফের ২০ বলে ৩১ রানের একটি আগ্রাসী ইনিংস খেলে নটআউট থাকেন। এপ্রসঙ্গে হরভজন বলেন, “খেলোয়াড়দের পারফর্ম্যান্স দেখে তাদের বিচার করা যায়। পৃথ্বী শ ও ইশান কিষাণ একটা আন্তর্জাতিক ম্যাচে যেভাবে ব্যাট করে, তাতেই বোঝা যায় ওদের ক্ষমতা কতটা। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ওদের উপেক্ষা করা কঠিন হবে। যদি আপনি বিশ্বকাপ জিততে চান, তবে এরকম ক্রিকেটার আপনার দরকার। প্রতিপক্ষ দলের হয়ে কারা বল করছে, সেটা ওরা দেখে না। ওরা নিজেদের স্বাভাবিক খেলাতেই নির্ভর করে”।

ভাজ্জি আরও বলেন, “পারফর্ম্যান্সের উপর ভিত্তি করে ওদের উপেক্ষা করা উচিত হবে না। এমনকি যদি সিনিয়র ক্রিকেটারদের বাদ দিয়ে ওদের দলে নিতে হয়, নির্বাচকদের তাই করা উচিত। আমার এও মনে হচ্ছে যে, সূর্যকুমার যাদব টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নিজের জায়গা নিশ্চিত করে ফেলেছে। ও শুধুমাত্র আক্রমণাত্মক ব্যাটিং করে, এমনটা নয়। বরং নিজের উইকেট ধরে রাখতে পারে এবং সেই সঙ্গে দ্রুত রানও তুলতে পারে”।

Advertisement

#Trending

More in Cricket News