
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে ক্রিকেটমহলে উত্তেজনার শেষ নেই। প্রত্যেক টিমের জন্য চলছে শেষ দৌড়ের প্রস্তুতি। কুড়ি ওভারের বিশ্বযুদ্ধের শেষে কারা জয়ী হবে সেটাই দেখার বিষয়। চলতি বছরের সেপ্টেম্বরে মরুভূমির দেশে হতে চলেছে বিশ্বযুদ্ধ। একের পর এক ক্রিকেট দল নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য।
পাকিস্তানি বোলার ওয়াসিম আকরাম তার পছন্দের চারটি টিমের তালিকায় প্রথম স্থানে জায়গা দিয়েছে ভারতীয় ক্রিকেট টিমকে। তার পছন্দের অন্য টিমগুলি যথাক্রমে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। অথচ আইসিসির প্রকাশিত টেবিলের ওয়েস্টইন্ডিজের স্থান নেই প্রথম পাঁচ এ। কিন্তু তাদেরকে পিছিয়ে রাখেননি ওয়াসিম আকরাম। তিনি বলেছেন, টিম ওয়েস্ট ইন্ডিজ অবশ্যই বিশ্বকাপের দাবিদার হয়ে উঠতে পারে।
বর্তমান সময়ে ওয়েস্টইন্ডিজের পারফরম্যান্স দেখলে দেখা যাচ্ছে ওয়াসিম আকরামের কথা কতটা যৌক্তিক। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলছে। কিন্তু অস্ট্রেলিয়া ক্রিকেট টিম যেন তাদের সামনে কিছুই না। প্রথম তিনটি টি-টোয়েন্টিতে বুড়ো আঙুল দেখিয়ে জয় তুলে নিয়েছে টিম ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের কাছে অস্ট্রেলিয়া টিম যেন ছোট বাচ্চাদের টিম বলেই মনে হচ্ছে। ওয়েস্টইন্ডিজের হাই হিটার ব্যাটসম্যানদের কাছে যেন অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমের বোলাররা কিছুই না। ওয়েস্ট ইন্ডিজ (৩-০) তে এগিয়ে রয়েছে টি-টোয়েন্টি সিরিজে। গতকাল ম্যাচে দলের হয়ে ক্রিকেট দানব ক্রিস গেইল ৩৮ বলে ৬৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে। তাই ক্রিকেটমহলের একাংশ মনে করে এবার টি-টোয়েন্টি বিশ্বযুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ অবশ্যই বিশ্বকাপের দাবিদার হতে পারে।
