
চলতি মাসের ৩ তারিখ থেকে শুরু হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট ম্যাচে একাধিক রেকর্ড সৃষ্টি হয়েছে ক্রিকেট ইতিহাসে। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর টেস্ট সিরিজও পকেটেভরে ভারতীয় দল। যদিও টেস্ট সিরিজের প্রথম ম্যাচ সামান্য ব্যবধানের জন্য হাতছাড়া হয় ভারতীয় ক্রিকেটারদের। কিন্তু সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলায় ফেরার কোন রকম সুযোগ পায়নি নিউজিল্যান্ড। একনজরে দেখে নিন মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে যে চারটি বিস্ময়কর রেকর্ড সৃষ্টি হল-
১. ভারতের সর্বাধিক ব্যবধানে জয়: টেস্ট ক্রিকেটে এখনো পর্যন্ত ভারত সবচেয়ে বড় ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করেছিল। কিন্তু সেই রেকর্ড ভেঙে বিরাট কোহলির দল সবচেয়ে বেশি ব্যবধানে জয়ের নজির করল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ইতিপূর্বে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৭২ রানের ব্যবধানে জয়লাভ করেছিল ভারত। ওই একই বছর আফগানিস্তানের বিরুদ্ধে ২৬২ রানে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। এখনো পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে সবচেয়ে বেশি ব্যবধানে ভারত জিতেছিল ২০১০ সালে নাগপুর টেস্টে। সেবার নিউজিল্যান্ডকে ১৯৮ রানে পরাজিত করেছিল ভারত। অবশেষে সমস্ত রেকর্ড ভেঙে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৭২ রানের বিশাল ব্যবধানে জয় পেল টিম ইন্ডিয়া।
২. পরাজিত দলের বোলারের হাতে সর্বোচ্চ উইকেট: ভারত নিউজিল্যান্ড সিরিজে এক বিস্ময়কর ঘটনা ঘটেছে। এক ইনিংসে ১০ উইকেট নিয়ে এলিট ক্লাবে নাম লিখিয়েছেন নিউজিল্যান্ডের বোলার আজাজ প্যাটেল। দুই ইনিংস মিলিয়ে তার সংগ্রহে রয়েছে ১৪ উইকেট। যেটি পরাজিত দলে ব্যক্তিগতভাবে পাওয়া সর্বাধিক উইকেট। এর আগে পরাজিত দলের ক্রিকেটার জাভাগল শ্রীনাথ, সিডনি বার্নেস, মার্ভ হিউজ, টম রিচার্ডসনের মত ক্রিকেটাররা এক ম্যাচে ১৩ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন।
৩. নিউজিল্যান্ডের সর্বাধিক ব্যবধানে পরাজয়: টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারতের বিপক্ষে সর্বাধিক ব্যবধানে পরাজিত হওয়ার লজ্জাজনক রেকর্ড গড়লো নিউজিল্যান্ড। এর আগে ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩৫৮ রানের ব্যবধানে পরাজিত হয়েছিল নিউজিল্যান্ড। আর এখনো পর্যন্ত ওটাই ছিল সর্বাধিক ব্যবধানে টেস্ট ক্রিকেটের নিউজিল্যান্ডের পরাজয়। অবশ্য সেই রেকর্ড ভেঙে ৩৭২ রানের বিশাল ব্যবধানে পরাজিত হওয়ার রেকর্ড গড়লো কিউইরা।
৪. ঘরের মাঠে ৩০০ উইকেট: নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে একাধিক রেকর্ড ভেঙেছেন বর্তমান সময়ের অন্যতম সেরা স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। ইতিমধ্যে হরভজন সিংয়ের রেকর্ড ভেঙে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী ভারতীয় বোলারদের তালিকার তৃতীয় স্থানে পৌঁছে গেছেন রবীচন্দ্রন অশ্বিন। এই সিরিজে ঘরের মাঠে ৩০০ উইকেট দখল করে অনন্য নজির গড়েছেন রবীচন্দ্রন অশ্বিন। ঘরের মাঠে দ্রুততম ৩০০ উইকেট নিয়েছেন যাঁরা, সেই তালিকাতে অশ্বিন রয়েছেন দুয়ে, একে মুথাইয়া মুরালিধরন। মতিয়া মুরালিধরন ৪৮ ম্যাচ খেলে এই লক্ষ্যমাত্রা পূরণ করেছিলেন। সেখানে রবীচন্দ্রন অশ্বিন খেলেছেন ৪৯ ম্যাচ।
