Connect with us

Cricket News

প্রকাশিত হল ভারতীয় দলের আগামী দুই বছরের খেলার সময়সূচী, দেখুন একনজরে

Advertisement

বর্তমানে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ নিয়ে ব্যস্ত ভারতীয় দল। এই সিরিজ জিততে পারলে ভারতীয় দল বিশ্ব তেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাবে এবং লর্ডসের মাঠে নিউজিল্যান্ডের সাথে ফাইনালে লড়বে। এরপরই আসতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তা নিয়ে ভক্তদের উত্তেজনা তুঙ্গে। 18 ফেব্রুয়ারি, 2021 চেন্নাইতে আইপিএল 2021 খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই কোহলিদের আগামী দুই বছরের খেলার সূচি ও সময়তালিকা প্রকাশ পেয়েছে। আগামী ২ বছর অত্যন্ত ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে ভারতীয় দলের সময়।

নিচের তালিকায় দেখেনিন আগামী দুই বছরে কোহলিদের সূচিঃ

২০২১ এর তালিকাঃ

এপ্রিল থেকে মেঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)।

জুন থেকে জুলাইঃ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (যদি কোয়ালিফাই করে), ভারত বনাম শ্রীলংকা (তিনটি একদিনের ম্যাচ এবং পাঁচটি টি-টোয়েন্টি), এবং এশিয়া কাপ।

জুলাইঃ ভারত বনাম জিম্বাবুয়ে (তিনটি একদিনের ম্যাচ)

জুলাই থেকে সেপ্টেম্বরঃ ভারত বনাম ইংল্যান্ড (৫ টি টেস্ট)।

অক্টোবর থেকে নভেম্বরঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

নভেম্বর থেকে ডিসেম্বরঃ ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট(২) ও টি-টোয়েন্টি(৩), ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ৩ টি টেস্ট ও ৩ টি টি-টোয়েন্টি।

২০২২ এর তালিকাঃ

জানুয়ারি থেকে মার্চঃ ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩ টি একদিনের ম্যাচ ৩ টি টি-টোয়েন্টি,ভারত বনাম শ্রীলংকা ৩ টি টেস্ট ও ৩ টি-টোয়েন্টি।

এপ্রিল থেকে মেঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)।

জুলাই থেকে অগাস্টঃ ভারত বনাম ইংল্যান্ড একদিনের ম্যাচ(৩) টি-টোয়েন্টি (৩) ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ একদিনের ম্যাচ(২) টি-টোয়েন্টি(৩)।

সেপ্টেম্বরঃ এশিয়া কাপ (কেন্দ্র অনির্ধারিত)

অক্টোবর থেকে নভেম্বরঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ (অস্ট্রেলিয়া)।

নভেম্বর থেকে ডিসেম্বরঃ ভারত বনাম বাংলাদেশ টেস্ট (২) ও একদিনের ম্যাচ(৩), ভারত বনাম শ্রীলংকা ৫ টি একদিনের ম্যাচ।

২০২৩ এর তালিকাঃ

জানুয়ারিঃ ভারত বনাম নিউজিল্যান্ড একদিনের ম্যাচ(৩ টি) টি-টোয়েন্টি (৩ টি)।

ফেব্রুয়ারি থেকে মার্চঃ ভারত বনাম অস্ট্রেলিয়া ৪ টি টেস্ট, ৩ টি একদিনের ম্যাচ ও ৩ টি টি-টোয়েন্টি।

আগামী দুই বছর ভারতীয় দল এই সুচি এবং সময়তালিকার মধ্যে দিয়ে যাবে এমনটাই জানা যাচ্ছে রিপোর্ট অনুযায়ী।

Advertisement

#Trending

More in Cricket News