Connect with us

Cricket News

ওয়ানডে সিরিজের জন্য পুনে পৌঁছালো টিম ইন্ডিয়া, দেখুন এয়ারপোর্টে তাঁদের অবতরণের ছবি

  • by

Advertisement

রবিবার ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য পুনেতে পৌঁছায়। ২৩ মার্চ অর্থাৎ আগামীকাল থেকে শুরু হতে চলেছে ওয়ানডে। ২৬ তারিখে দ্বিতীয় ওয়ানডে এবং ২৮শে মার্চ তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে ক্রমবর্ধমান কোভিড পরিস্থিতির সাথে পাল্লা দিতে খেলা হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।

ওয়ানডে সিরিজ দিয়েই ভারতে ইংল্যান্ডের সফর শেষ হবে যা ফেব্রুয়ারিতে চার ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হয়েছিলো। ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে টেস্ট ও পরে পাঁচ ম্যাচের টি২০ সিরিজে জয় পায় যা শনিবার (২০ মার্চ) শেষ হয়। টেস্টের মত, ইংল্যান্ড একটি জয় সঙ্গে টি২০ সিরিজ শুরু করে কিন্তু এটিও জিততে ব্যর্থ হয়। প্রথম তিনটি ম্যাচের দুটিতে পরাজয়ের পর ভারত আহমেদাবাদে সিরিজ ৩-২ তে জিতেছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) টুইটার এবং তাদের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছে যেখানে বিমানবন্দরে খেলোয়াড়দের অবতরণের কিছু অংশ রয়েছে এবং শিরোনাম লেখা “Hello Pune, we’re here”। বিসিসিআই ছাড়াও ভারতীয় ক্রিকেটাররা তাঁদের যাতায়াতের ছবি পোস্ট করেছেন।

আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ভারত ১৮ সদস্যের একটি শক্তিশালী দল ঘোষণা করেছে, যার মধ্যে রয়েছে ক্রুনাল পান্ডিয়া, সূর্যকুমার যাদব এবং প্রসিধ কৃষ্ণের তিনজন সম্ভাব্য অভিষেককারী।প্রসিধ কৃষ্ণও একটি নজরকারা টুর্নামেন্ট খেলেন যেখানে তিনি কর্ণাটকের জন্য ১৪ টি উইকেট তুলে নেন। ওয়ানডে সিরিজেও জসপ্রীত বুমরাহ থাকবে না, যেহেতু তিনি ব্যক্তিগত ছুটিতে আছেন। তরুণ তারকা পৃথ্বী শ এবং দেবদত্ত পাদিককাল এই বছরের টুর্নামেন্টের দুর্দান্ত ব্যাটিং এর সাথে সাফল্য অর্জন করলেও উভয়ের নামই স্কোয়াডে নেই।

টিম ইন্ডিয়ার ওয়ানডে স্কোয়াডঃ বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধবন, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্য, ঋষভ পন্থ (উইকেটকিপার), কে এল রাহুল (উইকেটকিপার), যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ক্রুণাল পাণ্ড্য, ওয়াশিংটন সুন্দর, টি নটরাজন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ ও শার্দুল ঠাকুর।

ইংল্যান্ডের সম্পূর্ণ ওয়ানডে স্কোয়াডঃ ইওইন মর্গান, মঈন আলি, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, টম কারান, লিয়াম লিভিংস্টোন, ম্যাট পারকিনসন, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, মার্ক উড, রিস টপলি।

Advertisement

#Trending

More in Cricket News