
দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফরে যেতে চলেছিল অস্ট্রেলিয়া। ৩রা মার্চ পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। তবে এবার সেই সফর অনিশ্চিত হতে চলেছে। গতবছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্বে পাকিস্তান সফরে গিয়ে ক্রিকেটারদের সুরক্ষার কথা অনিশ্চিত ভেবে পাকিস্তান সফর স্থগিত করেছিল নিউজিল্যান্ড। পরে নিউজিল্যান্ডের দেখাদেখি পাকিস্তান সফর স্থগিত করেছিল ইংলিশ ক্রিকেট দলও। এবার সেই পথে হাঁটতে চলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া এমনটাই সূত্রের খবর।
অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, সম্প্রতি লাহোরে জঙ্গী হামলা হওয়ার পর অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের একাধিক সদস্য পাকিস্তান সফরে যেতে রাজি হচ্ছে না। উল্লেখ্য, কয়েকদিন আগে লাহোরের এক বাজারে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ৩ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছিল। কিছুদিন আগে সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ গত শনিবার সংবাদ সম্মেলনে জানান, গত ১৫ই আগস্টের পর থেকে পাকিস্তানের সন্ত্রাসী হামলার পরিমাণ ৩৫ শতাংশ থেকে বেড়ে ৩৮ শতাংশে পৌঁছেছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে জানানো হয়েছে, এমন পরিস্থিতিতে পাকিস্তান সফর নিয়ে একাধিকবার ভাবার প্রয়োজন রয়েছে আমাদের।
ক্রিকেট অস্ট্রেলিয়া আরো বলেছে, পাকিস্তান সফরের পূর্বে আমাদের ক্রিকেটারদের সুরক্ষার কথা ভেবে দেখা আমাদের জন্য সবার প্রথম কর্তব্য। আসন্ন পাকিস্তান সফরে অস্ট্রেলিয়ার তিনটি ওডিআই, তিনটি টেস্ট এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। খেলাগুলো প্রধানত লাহোরের স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা। তাই যেখানে জঙ্গি হামলা হয়েছে সেখানে ক্রিকেটারদের নিয়ে যাওয়ার আগে বিষয়টি নিয়ে পুরোপুরিভাবে আলোকপাত হওয়া প্রয়োজন বলে মনে করছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
নিউজিল্যান্ডের পর ইংল্যান্ড গতবছর পাকিস্তান সফর স্থগিত করেছিল। যার ফলশ্রুতিতে আন্তর্জাতিক বিশ্বে পাকিস্তানের বেজ্জতি সহ্য করতে হয়। চলতি বছর ক্রিকেট অস্ট্রেলিয়া যদি পাকিস্তান সফর স্থগিত করে সে ক্ষেত্রে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট প্রত্যাবর্তন রীতিমতো চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়াবে বলে মনে করছেন একাধিক ক্রিকেট বিশেষজ্ঞরা।
