
সর্বদা বিতর্কিত মন্তব্য করার জন্য পরিচিত মুখ বলিউডের নিম্নমানের অভিনেতা কমল রশিদ খান (KRK)। কিন্তু এবার তিনি অসভ্যতার চরম সীমা লংঘন করেছেন বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। সম্প্রতি ভারতীয় দলে ওডিআই ক্রিকেটে অধিনায়ক পরিবর্তন হয়েছে। একরকম বিরাট কোহলিকে জোরপূর্বক অধিনায়কত্ব থেকে সরিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর জন্য বিরাট কোহলিকে ৪৮ ঘন্টা সময় প্রদান করেছিল বিসিসিআই। তবে তার মধ্যে কোন রকম প্রতিক্রিয়া দেখাননি বিরাট কোহলি। তাই একরকম জোরপূর্বক সেই স্থান পূরণ করা হয়েছে রোহিত শর্মাকে দিয়ে।
এহেনু পরিবর্তনের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে কৃতজ্ঞতা স্বীকার করেছেন বলিউডের এই নিম্নমানের অভিনেতা। সর্বদা তিনি তার টুইট বার্তার জন্য সোশ্যাল মিডিয়ায় আলোচিত হয়ে থাকেন। অধিনায়ক পদ থেকে বিরাট কোহলিকে সরানোর পর অত্যন্ত খুশি হয়ে তিনি টুইট বার্তায় লেখেন, “জাতীয় দলের নির্বাচকদের ধন্যবাদ জানাই। তাঁরা আমার পরামর্শ শুনে কোহলিকে ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরিয়েছেন। সবচেয়ে ভাল ব্যাপার যে, কোহলিকে ধাক্কা দিয়ে বার করা হয়েছে। সবাইকে ভালবাসা।” বিরাট কোহলি কে অধিনায়ক পদ থেকে সরানোর জন্য তিনি কতটা খুশি হয়েছেন তা বোঝাতে ওই মেসেজে গোলাপের ইমেজ ব্যবহার করেছেন কেআরকে।
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি সম্পর্কে এমন নিম্নমানের চিন্তাধারার জন্য রীতিমতো বিক্ষোভের মুখে পড়েছেন কমল রশিদ খান। অবশ্য এ ব্যাপারে বিরাট কোহলির দিক থেকে কোনরকম প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি। এমনকি অধিনায়ক পদ থেকে তাকে সরানোর পরেও কোনো রকম শব্দ বের করেননি বিরাট কোহলি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্বে তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন, ভারতীয় দলের জন্য ওডিআই এবং টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব করতে চান তিনি। যদিও সেই বিষয়ে কোনো রকম কর্ণপাত করেনি বিসিসিআই। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলের ওডিআই ক্রিকেটে নেতৃত্ব দিতে দেখা যাবে রোহিত শর্মাকে।
Thank you selectors for considering my suggestion and removing @imVkohli from captaincy of one day cricket team. Best thing is this, Ki Dhakke Dekar Bahar Kiya. Love you all @BCCI. 🙏🏼🌹
— KRK (@kamaalrkhan) December 9, 2021
