
শ্রেয়াস আইয়ার এবং রবীন্দ্র জাদেজার বিধ্বংসী ইনিংসে ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করলো ভারত। প্রথম ম্যাচের অপরিবর্তিত স্কোয়াড নিয়ে আজ শ্রীলঙ্কার সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নেমেছিল ইন্ডিয়া। আজকের ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ভারতের আহবানে প্রথমে ব্যাটিং করতে নামে শ্রীলংকা। ভারতের সামনে নির্ধারিত কুড়ি ওভার ব্যাটিং শেষে ৫ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা ১৮৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়।
ইতিপূর্বে সিরিজের প্রথম ম্যাচে ৬২ রানের ব্যবধানে জয় তুলে নিয়েছিল টিম ইন্ডিয়া। সেই ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ পূর্বে কব্জিতে চোট পেয়ে দল ছাড়া হন ভারতীয় তরুণ ওপেনিং ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড়। তার পরিবর্তে আজকে ভারতীয় তারে মায়ানক আগারওয়াল অন্তর্ভুক্ত হলেও ব্যাট হাতে মাঠে নামতে পারেননি তিনি। অধিনায়ক রোহিত শর্মা গত ম্যাচের বিজয়ী টিমকে অপরিবর্তিত রেখে আজ লঙ্কান বাহিনীর সামনে নেমেছিল।
টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ওপেনিং জুটিতে দুর্দান্ত শুরু করে শ্রীলঙ্কা। ওপেনিং জুটিতে পথুম নিসাঙ্কা ও দানুশকা গুনাথিলাকা দুর্দান্ত আগ্রাসনে রান তুলতে শুরু করেন। দানুশকা গুনাথিলাকা ২৯ বলে ৩৮ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরলে একাই ব্যাট হাতে লড়াই চালিয়ে যান পথুম নিসাঙ্কা। তিনি ৫৩ বলে ৭৫ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন। এরপর অধিনায়ক দাসুন শানাকা মাত্র ১৯ বলে ৪৭ রানের ইনিংস খেলে ভারতের সামনে বিশাল লক্ষ্যমাত্রা স্থির করতে সক্ষম হন। ভারতীয় দলের প্রত্যেক বোলার একটি করে উইকেট দখল করেন।
১৮৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রথমেই দুটি উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে ভারত। অধিনায়ক রোহিত শর্মা ব্যক্তিগত ১ রানে ফেরেন প্যাভিলিয়নে। দলের হয়ে সঞ্জু স্যামসন ব্যক্তিগত ৩৯ রানের ইনিংস খেলেন। এছাড়া শ্রেয়াস আইয়ার ৪৪ বলে অপরাজিত ৭৪ রানের বিধ্বংসী ইনিংস এবং রবীন্দ্র জাদেজা মাত্র ১৮ বলে ৪৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। শ্রেয়াস জাদেজার বিধ্বংসী ইনিংসের ওপর ভর করে ১৭.১ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত।
