
আজ আরও এক কিংবদন্তি ক্রিকেটারের বিদায় দেখবে ক্রিকেট বিশ্ব। হ্যাঁ, নিউজিল্যান্ডের কিংবদন্তি ব্যাটসম্যান রস টেইলর নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে মাঠে নেমেছেন আজ। প্রায় দুই মাস পূর্বে তিনি ঘোষণা দিয়েছিলেন, নেদারল্যান্ডের বিরুদ্ধে তিনি শেষ আন্তর্জাতিক ওডিআই সিরিজ খেলবে। আর আজ নেদারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ওডিআই ম্যাচ খেলতে নেমেছিলেন রস টেইলর। তখন সবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছিল নিউজিল্যান্ড। ম্যাচের আগে ক্রিকেটাররা জাতীয় সঙ্গীতের জন্য মাঠে নামেন। সেই সময় হঠাৎই কেঁদে ফেলেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার রস টেলর।
জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচে তার সাথে মাঠে নেমেছিলেন তার ছেলে-মেয়েরাও। দুই মাস পূর্বে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন রস টেইলর। সেই টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন তিনি। এমনকি বল হাতে উইকেট দখল পর্যন্ত করেছিলেন। সেই সিরিজের পর তিনি নিজে থেকেই আন্তর্জাতিক ওডিআই ক্রিকেট থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি নিজেই জানিয়েছিলেন,”নেদারল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ হবে আমার জীবনের শেষ আন্তর্জাতিক ওডিআই সিরিজ।”
Ross Taylor is about to play his final international game of cricket for New Zealand.
We will miss you Rosco #SparkSport #NZvNED pic.twitter.com/Y6kmXVHvSH
— Spark Sport (@sparknzsport) April 4, 2022
উক্ত সমীকরণে সঙ্গতি রেখে আজ নিজের জীবনের শেষ ম্যাচ খেললেন রস টেইলর। আছে জীবনের শেষ ম্যাচে তিনি ১৬ বলে ১৪ রান করে আউট হলেন। জীবনের শেষ ইনিংসে তিনি একটি ছক্কাও মেরেছেন। নিউজিল্যান্ডের কিংবদন্তি তাঁর ওডিআই ক্যারিয়ারে দেশের জার্সিতে ২৩৬টি ম্যাচ খেলেছেন। এই সময়ের মধ্যে ৮৫৮৮রান করতে সক্ষম হয়েছেন। ওয়ানডেতে টেলরের নামে রয়েছে ২১টি সেঞ্চুরি ও ৫১টি হাফ সেঞ্চুরি। তাছাড়া আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ৭৫৮৪ রান রয়েছে রস টেইলরের নামে। আপনাদের জানিয়ে রাখি, ২০০৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ খেলে টেলরের ওডিআই অভিষেক করেছিলেন।
