Connect with us

Cricket News

IND Vs RSA: এই ২ বোলার দলে এলেই বদলে যাবে ভারতীয় দলের চেহারা! আশাবাদী দীনেশ কার্তিক

Advertisement

টেস্ট সিরিজের পর এবার ওডিআই সিরিজও হাতছাড়া হতে চলেছে ভারতের। আজ সিরিজের ‘ডু অর ডাই’ ম্যাচে মুখোমুখি হবে ভারত-দক্ষিণ আফ্রিকা। পার্লের বোল্যান্ড পার্কে আজ মরণ-বাঁচন ম্যাচে ২২ গজে নামতে চলেছে ভারতীয় বাহিনী। আজকের ম্যাচে পরাজিত হলে টেস্ট সিরিজের পাশাপাশি ওডিআই সিরিজও হাতছাড়া হবে টিম ইন্ডিয়ার। তাই তার আগেই সতর্ক করলেন ভারতীয় প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটসম্যান দীনেশ কার্তিক। তিনি এদিন সংবাদমাধ্যমের দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, দুটি পরিবর্তন করলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের চেহারা পরিবর্তন হয়ে যাবে।

তিনি এদিন সংবাদ মাধ্যমে জানান, বিগত ম্যাচে চরমভাবে ব্যর্থ হয়েছেন ভারতীয় অভিজ্ঞ পেস বোলার ভুবনেশ্বর কুমার। একমাত্র জসপ্রীত বুমরাহ ব্যক্তিগত ১০ ওভারে ৪৮ রান দিয়ে ২ উইকেট দখল করেছিলেন। ভুবনেশ্বর কুমার ১০ ওভারে ৬৪ রান ও শার্দূল ঠাকুর ১০ ওভারে ৭২ রান খরচ করে উইকেটের সন্ধান পাননি। দুই অভিজ্ঞ স্পিনার যুজবেন্দ্র চাহাল ১০ ওভারে ৫৩ রান ও রবীচন্দ্রন অশ্বিন ১০ ওভারে ৫৩ রান দিয়ে ১ উইকেট দখল করেন। বলতে গেলে দক্ষিণ আফ্রিকার সামনে ভারতীয় বোলিং লাইন অফ চরমভাবে ব্যর্থতার পরিচয় দেয়। যার ফলে ইতিমধ্যে একাধিক প্রশ্নের সৃষ্টি হয়েছে ভারতীয় বোলারদের পারফরম্যান্স নিয়ে।

ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক মনে করেন, বোলিং বিভাগে কিছুটা পরিবর্তন প্রয়োজন ভারতীয় দলের। একজন স্পিড স্টার দলে যুক্ত হওয়া প্রয়োজন বলে তার অভিমত। সে ক্ষেত্রে তার পছন্দের তালিকায় রয়েছেন তরুণ ক্রিকেটার প্রসিদ্ধ কৃষ্ণা এবং মহম্মদ সিরাজ। দুজনেই ১৪০ ঊর্ধ্বগতিতে বোলিং করতে সক্ষম। তাই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদের বিপদে ফেলতে পারেন এই দুই বোলার। সে ক্ষেত্রে ভুবনেশ্বর কুমারের স্থানে ভারতীয় একাদশে তাদের দিক বিবেচনা করার কথা বলেছেন দীনেশ কার্তিক। অন্যদিকে শার্দুল ঠাকুরের স্থান পরিবর্তন সম্ভব নয় বলে মনে করেন তিনি। কারণ বল হাতে ব্যর্থ হলেও ব্যাট হাতে বিধ্বংসী হয়ে উঠতে পারেন তিনি। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নামবে টিম ইন্ডিয়া।

Advertisement

#Trending

More in Cricket News