
ভারতীয় প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং কে হাই হিটার হিসেবে সবাই চেনে। ছয় বলে ছয় ছক্কা লাগিয়ে রীতিমতো বিশ্ব কাঁপিয়ে দিয়েছিলেন যুবরাজ সিং। প্রাক্তন এই অলরাউন্ডার ভারতের হয়ে করে গেছেন অনবদ্য পারফরম্যান্স। টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ‘প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট’ এবং ২০১১ ওডিআই ওয়ার্ল্ড কাপে তার পারফরম্যান্স ছিল দেখার মতো। ভারতের হয়ে খেলেছেন ৩০৪টি ওডিআই ম্যাচ। একদিনের ম্যাচে ব্যক্তিগত রান করেছেন ৮৭০১ এবং উইকেট নিয়েছেন ১১১ টি।
প্রাক্তন এই অলরাউন্ডারের টি-টোয়েন্টি ক্রিকেটেও রয়েছে দারুন সব রেকর্ড। তিনি ভারতের হয়ে ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ব্যক্তিগত ১১৭১ রান করেছেন, সাথে আছে ২৮টি মূল্যবান উইকেট। সংবাদমাধ্যমে যুবরাজ সিংকে পরবর্তী যুবরাজ কে হবে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি তার উত্তরে বলেন, ভারতের মিডল অর্ডারে বর্তমানে বাঁহাতি তেমন কোনো ব্যাটসম্যান নেই। তবে রিশাব পান্ত মিডল অর্ডারে বর্তমানে চোখে পড়ার মত খেলছে। বড় বড় হিট ও করতে দেখেছি আমি তাকে।
এছাড়া হার্দিক পান্ডিয়া বড় বড় শট খেলতে পারেন। হার্দিক পান্ডিয়া ও রিশাব পান্ত এর ক্ষমতা আছে যে কোন ম্যাচ কে জয়ের দিকে নিয়ে যাওয়ার। এছাড়া অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও পরবর্তী যুবরাজ সিং হতে পারেন। তিনিও শেষ মুহূর্তে এসে বড় বড় শট খেলতে পারেন। যুবরাজ সিং বলেন, এই তিনজনের মধ্যে যে কোন একজন দলের হয়ে তার মতো পারফর্মেন্স করতে পারেন। তবে এই দৌড়ে আমি রিসব পান্ত কে একটু এগিয়ে রাখবো। পরবর্তী ভারতীয় ক্যাপ্টেন হিসেবেও রিশাব পান্ত বিকল্প হতে পারেন। তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও আমি দেখেছি। দিল্লি ক্যাপিটালস এর হয় আইপিএলে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে রিশাব পান্ত।
