
আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে পাকিস্তানকে বেজ্জতি করে দেশে ফিরে গিয়েছিল নিউজিল্যান্ড। দীর্ঘ ১৮ বছর পর তারা পাকিস্তান সফরে এসেছিল। কিন্তু ম্যাচ শুরু হওয়ার আগের মুহূর্তে ক্রিকেটারদের সুরক্ষার কথা বলে পাকিস্তান ত্যাগ করে নিউজিল্যান্ড। যার ফলশ্রুতিতে ইংল্যান্ডও পাকিস্তান সফর স্থগিত করে দেয়। পরপর দুটি দেশ পাকিস্তান সফর স্থগিত করায় আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে পাকিস্তানের সীমাহীন বদনাম হয়। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছে পাকিস্তান। নিউজিল্যান্ড এবং ভারতের মতো শক্তিশালী দেশকে হারিয়ে সেরা চারে প্রবেশ করেছিল তারা।
কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজিত হয়ে বিশ্বকাপের সফর শেষ করতে হয় তাদের। বিশ্বকাপ অভিযান শেষ করে বাংলাদেশ সফরে গিয়ে টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। দীর্ঘ সমঝোতার পর ওয়েস্ট ইন্ডিজ খেলতে আসার আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তানে। এই সফরকালে তিনটি ওডিআই এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। যার মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ আজ মাঠে গড়াতে চলেছে।
কিন্তু পাকিস্তান সফর যে কোন দলের জন্য সুখকর হয় না তা আরও একবার প্রমাণ মিলল এই সফরে। গত বৃহস্পতিবার পাকিস্তানের এসে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু পাকিস্তানে অবতরণ হওয়ার পরপরই জানা গিয়েছে তিনজন ক্যারিবিয়ান ক্রিকেটার এবং একজন স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের তরফে জানা গিয়েছে, রস্টন চেজ, শেলডন কটরেল এবং কাইল মায়ার্স করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও প্রত্যেকেই দু’টি টিকা নিয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজ শিবির থেকে জানানো হয়েছে, করোনা আক্রান্ত প্রত্যেক ক্রিকেটারকে আলাদাভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। একে অপরের সাথে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে এই তিন জন ক্রিকেটারের অনুপস্থিতি পাকিস্তান সিরিজে গভীর প্রভাব পড়তে পারে বলে স্বীকার করেছে ক্যারিবিয়ান শিবির। এই তিনজন ক্রিকেটারকে ছাড়াই আজ পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ।
