Connect with us

Cricket News

T20 World Cup 2022: প্রকাশিত হলো ২০২২ বিশ্বকাপের সময়সূচী, প্রথম ম্যাচেই ভারতের সামনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান!!

Advertisement

এ যেন ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পুনরাবৃত্তি। প্রকাশিত হল আসন্ন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ বিভাজন এবং সময়সূচী। যেখানে ভারত প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। ইতিপূর্বে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছিল ভারত। তাহলে কি এবার ভারতের সামনে বদলা নেওয়ার পালা? নাকি ২০২১ বিশ্বকাপের পুনরাবৃত্তি? অস্ট্রেলিয়ার মেলবোর্ন গ্রাউন্ডে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। ২৩শে অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম মাঠে নামবে ভারত। ইতিপূর্বে ২০১৫ সালে অস্ট্রেলিয়ার মাটিতে শেষবারের মতো পাকিস্তানের মুখোমুখি হয়েছিল টিম ইন্ডিয়া। এবার কি সমীকরণ পাল্টাবে? প্রশ্ন এখন ভারতীয় ক্রিকেট প্রেমীদের।

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ১৬ই অক্টোবর থেকে। শুরুতে কোয়ালিফাইং রাউন্ডে মুখোমুখি হবে ৮টি দল। যেখান থেকে চারটি দল প্রবেশ করবে সুপার টুয়েলভে। প্রাথমিক রাউন্ডের প্রথম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা নামিবিয়া। প্রথম রাউন্ডের পর শুরু হবে সুপার টুয়েলভের ম্যাচ। সুপার টুয়েলভে ভারত রয়েছে গ্রুপ টু-তে। এই গ্রুপে ভারত সাথে রয়েছে পাকিস্তান, বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা। এ ছাড়া প্রথম রাউন্ডে বি- গ্রুপ থেকে শীর্ষে থাকা দল এবং এ-গ্রুপ থেকে দুই নম্বরে থাকা দল যুক্ত হবে ভারতের গ্রুপে। অন্য গ্রুপটিতে রয়েছে অস্ট্রেলিয়া অফগানিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড। এই গ্রুপে যুক্ত হবে প্রথম রাউন্ডের এ-গ্রুপ থেকে শীর্ষে থাকা দল এবং বি -গ্রুপ থেকে দুই নম্বরে থাকা দল যুক্ত হবে।

সুপার টুয়েলভের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২২শে অক্টোবর নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মধ্যে। ম্যাচটি হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। ওই দিনই দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড বনাম আফগানিস্তান। সেমিফাইনাল দু’টি হবে ৯ই এবং ১০ই নভেম্বর। যথাক্রমে সিডনি এবং অ্যাডিলেড ওভালে। ফাইনাল হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে, ১৩ই নভেম্বর। ভারতের সামনে এখন বিশাল লক্ষ্যমাত্রা। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম প্রতিদ্বন্দী পাকিস্তান! ইতিহাসের পরিবর্তন নাকি ইতিহাসের ধারাবাহিকতায় গা ভাসাবে ভারতীয় ক্রিকেটাররা সেটাই এখন দেখার অপেক্ষা!

Advertisement

#Trending

More in Cricket News