Connect with us

Cricket News

T20 World Cup: সিলমোহর পড়ে গেল ২০২৩ বিশ্বকাপে, বছরের শুরুতেই এই দেশে আয়োজিত হবে বিশ্বকাপের আসর!!

Advertisement

পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকটি মাসের অপেক্ষা! চলতি বছরের অক্টোবর-নভেম্বরে সুদূর অস্ট্রেলিয়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসাতে চলেছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা। টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ইতিমধ্যে গ্রুপ বিভাজন এবং খেলার সময়সূচীও প্রণয়ন করেছে বিশ্ব ক্রিকেট সংস্থা (আইসিসি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতে না হতেই ভারতের মাটিতে আয়োজিত হবে পুরুষদের ওডিআই বিশ্বকাপ। ২০২৩ সালের প্রথমার্ধে এই টুর্নামেন্টের আয়োজন করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। অর্থাৎ পরপর বেশ কয়েকটি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করা হবে।

এরই মধ্যে সিনিয়র দলের জন্য আয়োজিত বিশ্বকাপের রেশ কাটতে না কাটতে নতুন বছরে ফের আয়োজিত হবে মেয়েদের বিশ্বকাপ। যদিও সিনিয়র দলের নয়, অনূর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৩-এর জানুয়ারিতে। এমনটাই জানিয়েছেন আইসিসির চিফ এক্সিকিউটিভ জিওফ অ্যালারডিস। চলতি বছর ছেলেদের ওডিআই বিশ্বকাপে মুকুট মাথায় তুলেছে ভারতের অনূর্ধ্ব-১৯ দল। জানা গেছে, মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে চলেছে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে। আইসিসির সিইও টুর্নামেন্টের কথা ঘোষণা করে আশা প্রকাশ করেন যে, মেয়েদের ক্রিকেটের শক্তিশালি সাপ্লাই লাইন তৈরি করবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।

আপনাদের জানিয়ে রাখি, ২০২৩ সালে ফেব্রুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত হবে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার পরপরই ভারতের মাটিতে আয়োজিত হবে পুরুষদের ওডিআই বিশ্বকাপ। অর্থাৎ একটি বছরে তিনটি বিশ্বকাপের আয়োজন করবে আইসিসি। উল্লেখ্য, ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারত রীতিমতো একতরফা দাপট দেখিয়ে এসেছে। এই নিয়ে মোট পাঁচবার যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল।

Advertisement

#Trending

More in Cricket News