Connect with us

Cric Gossip

Ranveer Singh and Kapil Dev: বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ১৯৮৩-র বিশ্বকাপ জয়ের কাহিনী! কত টাকা পেলেন কপিল দেব?

Advertisement

ভারতীয় ক্রিকেট ইতিহাসের সবচেয়ে স্বর্ণালী অধ্যায় গুলোর মধ্যে ১৯৮৩ সালের বিশ্বকাপ স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। ভারতীয় ক্রিকেটার কপিল দেবের নেতৃত্বে প্রথমবারের মতো বিশ্বকাপ স্পর্শ করার গৌরব অর্জন করে ভারত। তাই ১৯৮৩-র বিশ্বকাপ যেকোনো ভারতীয়র জন্য অত্যন্ত গৌরবের। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ১৯৮৩ সালে ভারতীয় দলের বিশ্বকাপ জয়ের কাহিনী। বলিউড অভিনেতা রণবীর সিংকে দেখা যাবে বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবের ভূমিকায়। আগামী ২৪শে ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ১৯৮৩-র বিশ্বকাপ জয়ের কাহিনী।

দীর্ঘ ৩৮ বছর পর অবশেষে স্বীকৃতি পেল ‘কপিলস ডেভিলস’। ১৯৮৩ সালের ২৫ জুন লর্ডসে ক্লাইভ লয়েডের প্রবল শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে হারালেও, প্রথমবার বিশ্বকাপ জিতে ভারতীয় দল পেয়েছিল মাত্র ২১০০ টাকা! তবে রণবীর সিংয়ের ১৯৮৩-র সিনেমার জন্য কপিল দেব একাই পেয়েছেন ৫ কোটি টাকা! গোটা দলকে মোট ১৫ কোটি টাকা দিয়েছে এই সিনেমার নির্মাতারা! দেশকে প্রথমবার বিশ্বজয়ের স্বাদ পাইয়ে দিয়েছিলেন কপিল দেবরা। অথচ তাঁরা কিন্তু পুরস্কার হিসেবে অগাধ টাকা পাননি। কাপ জয়ী দলের ক্রিকেটারদের আর্থিক অনটনের কথা ভেবে লতা মঙ্গেশকর নিজের উদ্যোগে একটি কনসার্টের আয়োজন করেছিলেন। সেখান থেকে প্রাপ্ত অর্থ তুলে দিয়েছিলেন কপিলের বিশ্বজয়ী দলের হাতে।

অবশেষে সিনেমা নির্মাণকারীদের হাত ধরে বিশ্বকাপ জয়ী দল সঠিক মূল্য পেতে চলেছে তাদের পরিশ্রমের। যদিও ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, লাখো কোটি টাকা দিয়ে বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটারদের সঠিক মূল্য দেওয়া সম্ভব নয়। কয়েক দিন আগে দুবাইয়ের বুর্জ খলিফায় ১৯৮৩ সিনেমার স্ক্রিনিং হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন সুনীল গাভাসকর, কপিল দেব, দীপিকা পাড়ুকোন, রণবীর সিংরা। ‘কপিলস ডেভিলস’ সেই স্ক্রিনিং দেখে পুরোনো দিনে ফিরে গিয়েছিলেন। নতুন প্রজন্মের ক্রিকেটপ্রেমীদের জন্য আরও একবার বিশ্বজয় দেখার সুযোগ করে দিল ভারতীয় সিনেমা নির্মানকারীরা। উক্ত সিনেমাতে বিশ্বকাপ যাত্রার শুরু থেকে কপিল দেবের হাতে শিরোপা তুলে দেওয়া সবই থাকবে বলে জানা গেছে।

 

View this post on Instagram

 

A post shared by Ranveer Singh (@ranveersingh)

Advertisement

#Trending

More in Cric Gossip