Connect with us

Cricket News

Virat Kohli: সমাপ্ত হলো মুকুটহীন এক রাজার জয়যাত্রা! বিদায় বেলা শুভেচ্ছা বার্তায় ভরে গেল বিরাটের টাইমলাইন

Advertisement

টি-টোয়েন্টি এবং ওডিআই ক্রিকেটের পর টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলি। নিজের টুইট বার্তায় তিনি টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গ স্পষ্ট করেছেন। তবে কেন বিরাট কোহলি ধীরে ধীরে ভারতীয় দলের সাথে নিজের দূরত্ব সৃষ্টি করছেন? প্রশ্ন এখন ক্রিকেটপ্রেমীদের। টি-টোয়েন্টি বিশ্বকাপের কিছুদিন পূর্বে তিনি টি-টোয়েন্টি ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন। তার কিছুদিন পরেই তিনি ভারতীয় প্রিমিয়ার লিগে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড সাদা বলে দুজন অধিনায়ক রাখতে চায় না বলে ওডিআই ক্রিকেটের অধিনায়কত্ব থেকেও বিরাটকে সরিয়ে দেওয়া হয়। আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষে টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়লেন বিরাট কোহলি।

ভারতীয় সদ্য প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি টুইট বার্তায় অধিনায়কত্ব ছাড়ার ইঙ্গিত দেওয়া মাত্র সর্বস্তরের ক্রিকেটপ্রেমীদের মধ্যে রীতিমতো হতাশার সৃষ্টি হয়েছে। তবে প্রিয় অধিনায়ককে যোগ্য সন্মান দিতে ভোলেনি তারা। শুভেচ্ছা বার্তায় ভরে গেছে বিরাট কোহলির টুইটার টাইমলাইন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে বিরাট কোহলির বিদায় বেলার শুভেচ্ছা বার্তা জানানো হয়েছে। বোর্ডের তরফে টুইট করে লেখা হয়, ‘অধিনায়ক হিসেবে টেস্ট দলকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য বিরাট কোহলীকে ধন্যবাদ। ৬৮টি টেস্টে দলকে নেতৃত্ব দিয়ে ৪০টিতে জিতেছে। দেশের সব থেকে সফল টেস্ট অধিনায়ক কোহলী।’


ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ টুইট করে লেখেন, ‘টেস্ট অধিনায়ক হিসাবে দারুণ সময় কাটাল বিরাট কোহলী। ও গোটা দলকে প্রচণ্ড ফিট করে তুলেছে। দেশে এবং বিদেশে দুর্দান্ত খেলেছে দল। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে টেস্ট জয় অবশ্যই আলাদা আনন্দের।’


এছাড়া ওয়াসিম জাফর, রবি শাস্ত্রী, শচীন টেন্ডুলকার, বীরেন্দ্র শেওয়াগ সহ বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা বিরাট কোহলির বিদায় বেলায় শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। সাথে আগামী দিনে বিরাট কোহলির পথ চলা সুগম হওয়ার আশা ব্যক্ত করেছে।

Advertisement

#Trending

More in Cricket News