
ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের অধীনে প্রথম ভারতীয় সিনিয়র দল বিদেশ সফর করেছে। দেশের মাটিতে দুর্দান্ত সাফল্য অর্জন করলেও দক্ষিণ আফ্রিকায় গিয়ে সেই সাফল্য দাঁড়িয়েছে শূন্যতে। টেস্ট সিরিজে মান রক্ষার খাতিরে একটি ম্যাচে জয়লাভ করলেও ওডিআই সিরিজে প্রোটিয়াদের বিরুদ্ধে হোয়াইটওয়াশ হয়েছে টিম ইন্ডিয়া। এমন পরিস্থিতিতে কোহলিদের হেডস্যার সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন। তিনি সরাসরি দলের দূর্বলতার প্রসঙ্গে কথা বলেছেন। রাহুল দ্রাবিড় সংবাদমাধ্যমে বলেন,”ওডিআই সিরিজে ভারতীয় দলে ভারসাম্যের অভাব ছিল। দুজন ক্রিকেটারের পরিবর্তন প্রয়োজন ছিল। ভারতীয় দল হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজার অভাব ঠিকঠাক বুঝতে পেরেছে এই সফরে।”
রাহুল দ্রাবিড় আরো বলেন,”আশা করি খুব তাড়াতাড়ি এই দুজন নিজেদের চোট সারিয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন। তখন ভারতীয় দলের চেহারা পরিবর্তন হবে। ছয় এবং সাত নম্বরে ব্যাটিং ব্যর্থতা ভারতকে সিরিজের বাইরে বের করে দিয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যর্থতা ভুলে পুনরায় নব উদ্যমে ক্রিকেটকে আলিঙ্গন করতে হবে।”
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে ভারতীয় অধিনায়ক কে এল রাহুলের অধিনায়কত্ব নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। এই প্রসঙ্গে রাহুল দ্রাবিড় বলেন,”অধিনায়ক হিসেবে ভারতীয় দলের দায়িত্ব পালন করতে হলে রাহুলকে এখনো অনেক কিছু শিখতে হবে। তবে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে দারুণভাবে দলকে নেতৃত্ব দিয়েছে ও। ধীরে ধীরে ভারতীয় দলের অন্যতম সেরা সদস্য হয়ে উঠবেন কে এল রাহুল।”
উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ভারতীয় দলের জন্য ক্রিকেটের সমস্ত ফরম্যাটে অধিনায়কত্ব ছেড়েছেন। তার স্থানে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের নেতা হয়েছেন রোহিত শর্মা। তবে টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের নেতৃত্বে কে থাকবেন সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। বিরাট কোহলির অবর্তমানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজ ৩-০ ব্যবধানে হেরেছে ভারত। বিষয়টি নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়া উত্তপ্ত এখন।
