
একদিনের ক্রিকেটে সর্বাধিক শতরান করে ক্রিকেট ইতিহাসে নাম লিখিয়েছেন শচীন টেন্ডুলকার। তবে সাধারণত তিনি শতরান করতে ১০০-এর অধিক বল মোকাবেলা করতেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এমন তিনজন বিধ্বংসী ক্রিকেটার ছিলেন যারা একদিনের ম্যাচে দশটি বেশি শতরান করলেও কখনো ১০০ বলের মুখোমুখি হননি। অর্থাৎ শত রান করতে কখনো শত বল খেলেননি এই ৩ বিধ্বংসী ব্যাটসম্যান। চলুন জেনে নেওয়া যাক এমন তিনজন বিধ্বংসী ব্যাটসম্যান সম্পর্কে-
১. বীরেন্দ্র শেওয়াগ: এই তালিকায় উল্লেখযোগ্য ভাবে নিজের নাম লিখিয়েছেন ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেওয়াগ। টি-টোয়েন্টি, ওডিআই কিংবা টেস্ট ক্রিকেট বলে আলাদা কোন ফরমেট ছিল না তার কাছে। ব্যাট হাতে মাঠে নেমে তার প্রধান এবং প্রথম লক্ষ্য ছিল বলকে সীমানার বাইরে পাঠানো। প্রাক্তন ভারতীয় এই ওপেনার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২৫১টি ম্যাচ খেলেছেন ভারতের জার্সিতে। যেখানে তিনি ১০৪ স্ট্রাইক রেট সহ ৩৫.০৫ গড়ে ৮২৭৩ রান করেছেন। একদিনের ক্রিকেটে তার সর্বোচ্চ স্কোরটি হল ২১৯ রান। বীরেন্দ্র শেওয়াগ ওডিআই ক্রিকেটে ১৫টি সেঞ্চুরি হাঁকিয়েছেন, কিন্তু কখনও শতাধিক বলের মুখোমুখি হননি।
২. এবি ডি ভিলিয়ার্স: ক্রিকেট জগতে এক বিধ্বংসী ক্রিকেটারের নাম এবি ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স ব্যাট হাতে অত্যন্ত ভয়ঙ্কর হয়ে উঠতে পারতেন যেকোনো মুহূর্তে। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচে তিনি মাত্র ৩১ বলে সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়েন। যা এখনো পর্যন্ত ওডিআই ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বলে শতরানের ইনিংস হিসেবে পরিচিত। মিস্টার ৩৬০⁰ দক্ষিণ আফ্রিকার হয়ে ২২৮টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। যেখানে তিনি ১০১ স্ট্রাইক রেট সহ ৫৩.৫০ গড়ে ৯৫৭৭ রান করেছেন। তার সর্বোচ্চ স্কোরটি হল ১৭৬ রান। একদিনের ক্রিকেটে তিনি ২৫টি সেঞ্চুরি হাঁকিয়েছেন, কিন্তু কখনও ১০০টি বলের মুখোমুখি হননি।
৩. ইজাজ আহমেদ: ক্রিকেট ইতিহাসে দশের অধিক সেঞ্চুরি করেছেন অথচ শত বলের মুখোমুখি হননি এমন ক্রিকেটার হিসেবে তালিকায় নিজের নাম লিখিয়েছেন পাকিস্তানি ক্রিকেটার ইজাজ আহমেদ। পাকিস্তানের এই কিংবদন্তি ব্যাটসম্যান দেশের জার্সিতে ২৫০টি ওয়ানডে ম্যাচ খেলেছেন, যেখানে ৩২.৩৩ গড়ে ৬৫৬৪ রান করেছেন। এর পাশাপাশি তিনি ১০টি সেঞ্চুরি হাঁকিয়েছেন কিন্তু কখনোই ১০০টি বলের মুখোমুখি হননি। ২০০৩ সালে ইজাজ আহমেদ আনুষ্ঠানিকভাবে ক্রিকেট জগতকে বিদায় জানান।
