Connect with us

Cricket News

Indian cricketer: ভারতীয় এই ২ বিধ্বংসী ব্যাটসম্যান, যারা সবচেয়ে বেশিবার রানআউট হয়েছেন!!

Advertisement

আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক বিধ্বংসী ব্যাটসম্যান উপহার দিয়েছে ভারত। ক্রিকেট জগতে একের পর এক রেকর্ড নিজেদের নামে করেছেন সেইসব ব্যাটসম্যানরা। ক্রিকেটের এমন কোন রেকর্ড নেই যাতে ভারতীয় ব্যাটসম্যানদের হস্তক্ষেপ পড়েনি। দু’বারের বিশ্বকাপজয়ী দল ভারত ক্রিকেট ইতিহাসে উজ্জল প্রতিভা তুলে ধরেছে। ব্যাট হাতে বিধ্বংসী বোলারদের চোখের ঘুম হারাম করলেও এমন কয়েকজন ব্যাটসম্যান রয়েছেন যারা রানিং দ্য উইকেটে দক্ষ ছিলেন না। একাধিকবার রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন এইসব বিশ্ব বিখ্যাত ক্রিকেটাররা। শুনলে অবাক হতে হয়, আন্তর্জাতিক ক্রিকেটে এখনো পর্যন্ত সর্বাধিক রান আউট হওয়ার তালিকায় যে তিনজন ক্রিকেটার রয়েছেন তার মধ্যে দুজন ক্রিকেটার রয়েছেন ভারতীয়। চলুন জেনে নেওয়া যাক তাদের সম্পর্কে-

১. রাহুল দ্রাবিড়: ভারতীয় ক্রিকেটের এক উজ্জ্বল তারকা রাহুল দ্রাবিড় নিজের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে মোট ১০১ বার রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন। অথচ এই রাহুল দ্রাবিড়কে আউট করতে বিরোধী বোলারদের গায়ের ঘাম ছুটে যেত। একবার ক্রিজে দাঁড়িয়ে গেলে তাবড় তাবড় বোলাররা দিশেহারা হয়ে পড়তো তাকে আউট করতে। যার কারণে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি “দ্য ওয়াল” নামে পরিচিত ছিলেন। তবে ক্রিকেট ইতিহাসে ভারতীয় ক্রিকেটার হিসেবে সর্বাধিক বার রান আউট হওয়ার রেকর্ড গড়েছেন তিনি।

২. শচীন টেন্ডুলকার: ক্রিকেটের ঈশ্বর শচীন টেন্ডুলকার নিজের ক্যারিয়ারে ৯৯ রানে একাধিকবার আউট হওয়ার রেকর্ড গড়েছেন। ব্যাট হাতে পৃথিবীর একমাত্র ক্রিকেটার হিসেবে শত সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেছেন শচীন টেন্ডুলকার। কিন্তু তার নামেও সর্বাধিক বার রান আউট হওয়ার রেকর্ড রয়েছে। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৯৮ বার বিরোধী দলের কাছে রান আউট হয়েছেন। দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে তিনি সর্বোচ্চ রান আউট হওয়ার লজ্জাজনক রেকর্ড নিজের নামে অন্তর্ভুক্ত করেছেন।

উল্লেখ্য, ভারতীয় দলের নেতৃত্বে মহেন্দ্র সিং ধোনির হাতে যাওয়ার পর রানিং দ্য উইকেটে পরিবর্তন এসেছে ভারতীয় দলে। বর্তমানে রান আউট হওয়ার ক্ষেত্রে অনেকটাই ভুল সুধরে নিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা।

Advertisement

#Trending

More in Cricket News