Connect with us

Cricket News

Shikhar Dhawan: দক্ষিন আফ্রিকা সফরে শিখর ধাওয়ানের পথের কাঁটা এই দুই তরুণ ক্রিকেটার

Advertisement

দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে রয়েছেন শিখর ধাওয়ান। শেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন শ্রীলংকার বিরুদ্ধে। যেখানে অধিনায়ক হিসেবে দলের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তারপরে ভারতীয় প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্স করলেও জায়গা হয়নি টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও সুযোগ পাননি শিখর ধাওয়ান। এককথায় ভারতীয় দল থেকে যেন বিচ্ছিন্ন হয়ে পড়েছেন তিনি। এমন অবস্থায় দলের প্রত্যাবর্তন যে কোন ক্রিকেটারের জন্য অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়।

শিখর ধাওয়ানের ক্ষেত্রে ব্যাপারটা ঘটেছে ঠিক তাই। আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন প্রায় অসম্ভব হয়ে পড়েছে তার জন্য। বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার তিনি। তাই অবশ্যই তার বিকল্প খুঁজতে ব্যস্ত রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর সেই জন্য চোখ এখন বিজয় হাজারে ট্রফি তে। সূত্রের খবর, ইতিমধ্যে শিখর ধাওয়ানের দুই বিকল্প উঠে এসেছে বিজয় হাজারে ট্রফি থেকে। যারা আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে শিখর ধাওয়ানের পথের কাঁটা হয়ে দাঁড়িয়ে রয়েছেন।

ঋতুরাজ গায়কোয়াড় চলতি বছর ভারতীয় প্রিমিয়ার লিগে সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন। এদিকে বিজয় হাজারে ট্রফিতে পরপর তিন ম্যাচে তিনটি সেঞ্চুরি মেরে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার দুটি সেঞ্চুরি করে হার্দিক পান্ডিয়ার স্থান দখলে ব্যস্ত হয়ে পড়েছেন। ওপেনিং ব্যাটসম্যান হিসেবে চলতি বছর ভারতীয় প্রিমিয়ার লিগে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন ভেঙ্কটেশ আইয়ার।

অন্যদিকে বিজয় হাজারে ট্রফিতে এখনো পর্যন্ত তিনটি ম্যাচ খেলে শিখর ধাওয়ান ২৬ রান করেছেন। যার মধ্যে প্রথম ম্যাচে তিনি রানের খাতা না খুলে প্যাভিলিয়নে ফিরেছিলেন। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় স্কোয়াডে শিখর ধাওয়ান সুযোগ পেলেও প্রথম একাদশে সুযোগ পাবেন কিনা সেটা এখন বড় প্রশ্নের মুখে। কারণ তার পথের কাটা হিসেবে ইতিমধ্যে নিজেদের প্রমাণ করেছেন ঋতুরাজ গায়কোয়াড় এবং ভেঙ্কটেশ আইয়ার।

Advertisement

#Trending

More in Cricket News