Connect with us

Cricket News

এই তারকা প্লেয়ার অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন

Advertisement

আজ সিডনিতে প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হয়েছে ভারতের অস্ট্রেলিয়া সফর। তবে সিডনিতে প্রথম ম্যাচটা শুরুর আগেই খারাপ খবর ভারতীয় দলের জন্য।

বিসিসিআইয়ের তরফে জানানো হল ছিটকে গেলেন ভারতের পেস বোলার ইশান্ত শর্মা। অন্যদিকে রোহিত শর্মার চোট নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তিনি আদৌ খেলতে পারবেন কিনা সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা হয়নি। এই মুহূর্তে বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির ক্যাম্পে রয়েছেন হিটম্যান। আগামী ১১ ডিসেম্বর তাঁর চোট পরীক্ষা করে দেখা হবে। তারপরেই কোনও সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে একদিনের দলে নবদীপ সাইনির ব্যাক আপ হিসেবে নেওয়া হয়েছে টি-নটরাজনকে। নবদীপের পিঠে ব্যথা রয়েছে বলে খবর। তবে তাও আজ প্রথম একাদশে খেলছেন তিনি। বিসিসিআইয়ের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, “সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল চলাকালীন ইশান্ত শর্মা চোট পেয়েছিলেন। সেই চোট পুরোপুরি সেরে গিয়েছে। কিন্তু এখনও ম্যাচ ফিট হয়ে উঠতে পারেননি তিনি। সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইশান্ত। তাই বর্ডার-গাভাসকার ট্রফি থেকে বাদ দেওয়া হয়েছে তাঁকে।”

রোহিতের সম্পর্কেও একটি বিবৃতি দিয়েছে বোর্ড। সেখানে বলা হয়েছে আইপিএলের পরে দেশে ফিরে এসেছেন হিটম্যান। বিবৃতিতে বলা হয়েছে, ‘আইপিএলের পরে অসুস্থ বাবাকে দেখতে মুম্বই ফিরে এসেছেন রোহিত শর্মা। তাঁর বাবা এখন সুস্থ হয়ে উঠছেন। তাই তাঁকে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে গিয়ে রিহ্যাব করার অনুমতি দেওয়া হয়েছে।’ আইপিএলের পরে রোহিতের দেশে ফিরে যাওয়া নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। প্রশ্ন করেছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেন রোহিতের চোট নিয়ে ‘প্রতীক্ষার খেলা’ খেলতে হচ্ছে তাঁর দলকে। ফলে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। বিরাট বলেন, “নির্বাচনী বৈঠকের আগে আমরা একটা ইমেল পাই যেখানে লেখা ছিল আইপিএল খেলতে গিয়ে চোট লেগেছে রোহিতের। তাই তাঁকে পাওয়া যাবে না। এও বলা হয় চোট সম্বন্ধে বিস্তারিত জানানো হয়েছে রোহিতকে এবং তিনি বুঝেছেন যে তিনি খেলতে পারবেন না।” কোহলি আরও বলেন, “কিন্তু আইপিএলের পরে আমরা সবাই ভেবেছিলাম রোহিত অস্ট্রেলিয়ার বিমানে থাকবেন। কিন্তু তিনি কেন আসেননি সে ব্যাপারে আমাদের কিছু জানানো হয়নি। এই বিষয়ে স্বচ্ছতার অভাব ছিল। আমাদের প্রতীক্ষার খেলা খেলতে হচ্ছিল।”

Advertisement

#Trending

More in Cricket News