
সম্প্রতি ভারতীয় ক্রিকেটে নেতৃত্তের রদবদল ঘটেছে। ইতিপূর্বে ভারতীয় ক্রিকেটে সমস্ত ফরম্যাটে অধিনায়কত্ব করতেন বিরাট কোহলি। দীর্ঘদিন ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েও একটিও আইসিসি ট্রফি ঘরে তুলতে পারেননি তিনি। চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টি-টোয়েন্টি ক্রিকেটের অধিনায়কত্ব থেকে সরে আসেন বিরাট কোহলি। স্বভাবতই সেই দায়িত্ব গিয়ে পড়ে অভিজ্ঞ রোহিত শর্মার কাঁদে। তবে শুধুমাত্র টি-টোয়েন্টি নয়, একদিনের ক্রিকেটেও নেতৃত্ব গিয়েছে তার কাঁধে। শুধুমাত্র টেস্ট ক্রিকেটে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি।
বর্তমানে ভারত বিরাট কোহলির নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা সফরে ব্যস্ত রয়েছে। এই সফরে তিনটি টেস্ট এবং তিনটি ওডিআই ম্যাচ খেলার কথা টিম ইন্ডিয়ার। যথারীতি সফরের প্রথম টেস্ট ম্যাচ শুরু হয়েছে বক্সিং ডে থেকে। এই সফরে বিরাট কোহলি ডেপুটি হিসেবে কাজ করার কথা ছিল রোহিত শর্মার। তবে মুম্বাইয়ে অনুশীলন করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান রোহিত শর্মা। ফলশ্রুতিতে দক্ষিণ আফ্রিকা সফরে প্লেনে চড়তে পারেননি তিনি। তার ফলে সেই দায়িত্ব গিয়ে পড়ে ভারতীয় ক্রিকেটার কে এল রাহুলের উপর। তবে এখন প্রশ্ন উঠেছে, ওডিআই ক্রিকেটে ভারতীয় দলের নেতৃত্বে থাকবেন কে?
বিসিসিআইয়ের এক উচ্চ আধিকারিকের দেওয়া খবর, রোহিত শর্মা বর্তমানে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে নিজেকে প্রস্তুত করতে ব্যস্ত রয়েছেন। তবে এখনো চোট কাটিয়ে উঠতে পারেননি তিনি। ওদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগামী মাসের ১৯ তারিখ প্রথম ওডিআই ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। তাই রোহিত শর্মার ভরসায় বসে থাকতে চায়না ভারতীয় ক্রিকেট বোর্ড। দক্ষিণ আফ্রিকা সফরে ওডিআই ক্রিকেটের নেতৃত্ব দেওয়ার জন্য রোহিত শর্মার বিকল্প খোঁজা শুরু করেছে বিসিসিআই। সূত্রের খবর, ওডিআই সিরিজে রোহিত শর্মার বিকল্প হিসেবে ভারতীয় দলের নেতৃত্ব গিয়ে পড়তে পারে কে এল রাহুলের উপর।
ইতিমধ্যে ভারতীয় প্রিমিয়ার লিগে পাঞ্জাব কিংসের হয়ে নেতৃত্ব দিয়েছেন তিনি। তাছাড়া টেস্ট ক্রিকেটে বিরাটের ডেপুটি হিসেবে কাজ করছেন। তাই রোহিতের বিকল্প হিসাবে রাহুল যোগ্য বলে মনে করছে বিসিসিআই। তবে এ বিষয়ে এখনও শেষ সিদ্ধান্ত নেওয়া বাকি রয়েছে বলে জানা গেছে। এই সফরে ভারতীয় দলে যুক্ত হতে পারেন শিখর ধাওয়ান, ঋতুরাজ গায়কোয়াড় এবং শাহরুখ খান। এ প্রসঙ্গে নতুন বছরের প্রথমেই বৈঠকে বসবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সদস্যরা।
