
মাস দুয়েক আগে ভারতীয় টেস্ট অধিনায়ক বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন। ৩৩ বছর বয়সী বিরাট কোহলি ইতিপূর্বে টি-টোয়েন্টি ক্রিকেট এবং ওডিআই ক্রিকেটে অধিনায়কত্ব ছেড়েছিলেন। ২০২১ সালের শেষ লগ্নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের পরাজিত হওয়ার পর ২৪ ঘন্টা সময় অতিবাহিত হতে না হতে টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়েন তিনি। কোহলির পরিবর্তে বর্তমানে ভারতীয় দলের অধিনায়ক হয়েছেন রোহিত শর্মা। তবে অধিনায়ক হিসেবে রোহিত শর্মা ধারাবাহিক ব্যর্থতা আগামী দিনে ভারতীয় দলের ভবিষ্যৎ অন্ধকার করেছে। বাধ্য হয়ে রোহিত পরবর্তী ভারতীয় দলের অধিনায়ক খোঁজা শুরু করেছে বিসিসিআই।
রোহিত শর্মা ভারতীয় দলের অধিনায়ক হওয়ার পূর্বে লিটল মাস্টার সুনীল গাভাস্কার প্রসঙ্গটি নিয়ে সরব হয়েছিলেন। তিনি বিরাট কোহলির অনুপস্থিতে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসেবে ঋষভ পন্থের নাম বারবার নির্বাচকদের সামনে তুলেছেন। এমনকি বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়ার পর একাধিক টুইট করেছিলেন প্রাক্তন এই কিংবদন্তি।
এবার সেই স্রোতে গা ভাসিয়ে দিলেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং। তিনিও সুনীল গাভাস্কারের বক্তব্যের সমর্থন জানালেন। তার মতে বিরাট কোহলির পরিবর্তে রোহিত শর্মাকে নেতা করেও লাভবান হবে না ভারতীয় ক্রিকেট দল। তার চেয়ে দূর্দন্ত বিকল্প হবেন ঋষভ পন্থ। উইকেট-রক্ষক অধিনায়ক হিসেবে ইতিপূর্বে মহেন্দ্র সিং ধোনির মতো দুর্দান্ত সাফল্য পেয়েছেন। তাছাড়া আইপিএলেরর মত মঞ্চে দিল্লি ক্যাপিটালসের নেতৃত্ব দিচ্ছেন তিনি। তাই আগামী দিনে রোহিত শর্মার অনুপস্থিতিতে ঋষভ পন্থকে ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে দেখতে চান তিনি।
যদিও রোহিত শর্মার পরবর্তী অধিনায়ক কে হবে সেই প্রসঙ্গ নিয়ে কোন রকম মন্তব্য করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। শুধুমাত্র বোর্ডের তরফ থেকে বলা হয়েছে, অধিনায়ক নির্বাচনের ক্ষেত্রে কোন রকম তাড়াহুড়ো করতে চায়না ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। সমস্ত দিক বিবেচনা করে তারপরে টেস্ট ক্রিকেটের অধিনায়ক নির্বাচন করবে বিসিসিআই।
