Connect with us

Cricket News

Indian cricket team: টানা তৃতীয় অর্ধশতক করে নজর কাড়লেন ভারতীয় এই ব্যাটসম্যান! দক্ষিণ আফ্রিকা সফরে রাহানের জায়গা নিয়ে প্রশ্ন

Advertisement

ভারতীয় সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানের আন্তর্জাতিক ক্রিকেটে ভবিষ্যৎ নিয়ে টানাটানি শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে অফ ফর্মে থাকার জন্য এখন ভারতীয় একাদশে সুযোগ পাওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে অভিজ্ঞ ক্রিকেটার অজিঙ্কা রাহানের। গতকাল আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের পূর্ণাঙ্গ সময়সূচী প্রণয়ন করেছে সে দেশের ক্রিকেট বোর্ড। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি টেস্ট ম্যাচ এবং তিনটি ওডিআই ম্যাচ খেলবে ইন্ডিয়া। চলতি সফর থেকে বাদ দেওয়া হয়েছে টি-টোয়েন্টি সিরিজ। সূত্রের খবর, করোনা পরিস্থিতির জন্য এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে সে দেশের ক্রিকেট বোর্ড।

এদিকে ভারতের বিরুদ্ধে শক্তিশালী এক টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। তাই ভারতকেও যথাযথ শক্তি প্রদর্শন করতে হতে পারে আসন্ন টেস্টে। সে ক্ষেত্রে দলে অজিঙ্কা রাহানের জায়গা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠে গেছে। অন্যদিকে ইংল্যান্ড টেস্ট সিরিজে চোট পেয়ে দলছুট হয়েছিলেন হনুমা বিহারী। পায়ে চোট নিয়ে শেষ পর্যন্ত ভারতের সম্মান বাঁচিয়ে ছিলেন তিনি। চোট সারিয়ে উঠলেও ভারতীয় দলে এখনো ডাক পাননি অভিজ্ঞ এই টেস্ট ক্রিকেটার। নিজেকে ভারতীয় জাতীয় দলে ফেরাতে কঠোর পরিশ্রম করতে দ্বিধা বোধ করছেন না অভিজ্ঞ ব্যাটার হনুমা বিহারি।

বর্তমানে তিনি ভারতীয় ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফর করছেন। জাতীয় দলে সুযোগ না মিললেও ভারতীয় এ দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করছেন হনুমা বিহারি। পরপর তিন ইনিংসে তিনটি অর্ধশত রান যুক্ত করেছেন দলের খাতায়। দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্টের দুই ইনিংসে ৫৪ ও ৭২ রানে অপরাজিত ছিলেন তিনি। চলতি টেস্টেও ছন্দে রয়েছেন হনুমা। প্রথম ইনিংসে ৬৩ রান করেছেন ভারতীয় এ দলের অধিনায়ক। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন দমে থাকার পাত্র তিনি নন।

এর পরপরই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এমন পারফরম্যান্সের পর জাতীয় নির্বাচকদের কি চোখ খুলবে? নাকি অফ ফর্মে থাকা ক্রিকেটারদের নিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল? উত্তর দেবে সময়।

Advertisement

#Trending

More in Cricket News