Connect with us

Cricket News

নেটে এই ভারতীয় ব্যাটসম্যানের অনুশীলন নজর কাড়ল

Advertisement

বুধবার ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। সেখানে টিম ইন্ডিয়ার মেম্বাররা তাকে স্বাগত জানিয়েছিল। একদিন পর অর্থাৎ শুক্রবার বছরের প্রথম দিনেই নেটে ব্যাট হাতে নেমে পড়লেন ভারতীয় দলের অভিজ্ঞ ওপেনার। রোহিতের (Rohit) এই অনুশীলনের ভিডিওই টুইট করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (Bcci)।

বিসিসিআইয়ের এই টুইট করা ভিডিয়োয় দেখা যাচ্ছে নেটে থ্রোডাউন নিচ্ছেন রোহিত। তবে আগ্রাসী নন, বেশ রক্ষণাত্মক ভাবেই দেখা গেল তাঁকে। টেস্টের আগে যেন নিজের রক্ষণ শক্তিশালী করতে চাইছেন রোহিত। চোটের জন্য বেশ কিছু দিন তিনি ছিলেন দলের বাইরে। ফিরেই টেস্ট দলের সহ-অধিনায়কের দায়িত্ব তাঁর কাঁধে।

ওপেনার রোহিত দলে ফেরায় আরও শক্তিশালী হবে ভারতীয় দল। সেক্ষেত্রে হয় অফ ফর্মে থাকা ওপেনার মায়াঙ্ক আগারওয়াল কিংবা মিডল অর্ডার থেকে হনুমা বিহারীকে বসানো হতে পারে। এদিকে দ্বিতীয় টেস্ট জেতায় অধিনায়ক অজিঙ্ক রাহানের কাছে সুযোগ তৃতীয় টেস্ট জিতে সিরিজে এগিয়ে যাওয়ার। সেই কাজে রোহিত যে তাঁর বড় অস্ত্র সেটা বলার অপেক্ষা রাখে না।

Advertisement

#Trending

More in Cricket News