Connect with us

Cricket News

Indian cricketer: ভারতীয় এই ক্রিকেটার বর্তমানে পৃথিবীর সেরা ফিল্ডার! বললেন প্রাক্তন ফিল্ডিং কোচ শ্রীধর

Advertisement

বর্তমান সময়ে পৃথিবীর ক্রিকেট দল গুলি ব্যাটসম্যান, বোলার সাথে সাথে ফিল্ডিং-এর দিকেও সমান গুরুত্ব দিয়ে থাকে। ভারতের প্রাক্তন ফিল্ডিং কোচ আর শ্রীধর বর্তমানে পৃথিবীর সেরা ফিল্ডার বেছে নিয়েছেন। তিনি বেন স্টোকস কিংবা ম্যাক্সওয়েলের থেকে ভারতীয় এই ক্রিকেটারকে সেরা হিসেবে বেছে নিয়েছে। তার মতে বর্তমান সময়ে পৃথিবীর সেরা ফিল্ডার রবীন্দ্র জাদেজা। পৃথিবীতে তার দ্বিতীয় জুড়ি মেলা ভার। কি অসাধারণ নিজের উপরে আত্মবিশ্বাস ওর। আপনি চাইলে মাঠের যেকোন প্রান্তে যেকোন স্থানে নির্দ্বিধায় সীমান্ত রক্ষার কাজে ব্যবহার করতে পারেন।

হোক সোজা স্ট্যাম্পে থ্রো কিংবা উঁচু ক্যাচ, নিজের মনকে শান্ত রেখে দৃঢ়তার সাথে এমন ভাবে তিনি ফিল্ডিং করেন যা আপনার দৃষ্টি আকর্ষণ করবে। ভারতীয় ক্রিকেট দলের প্রত্যেক ক্রিকেটার ফিটনেস নিয়ে অত্যন্ত সচেতন। কিন্তু রবীন্দ্র জাদেজার মধ্যে যেন স্বাভাবিক ভাবেই ফিটনেস রয়েছে। একজন ক্রীড়াবিদের যে গুন গুলি থাকা প্রয়োজন প্রত্যেকটা গুণ রয়েছে রবীন্দ্র জাদেজার মধ্যে। নিঃসন্দেহে ভারতীয় দলে বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়ার মত দুর্দান্ত ফিল্ডার রয়েছেন। কিন্তু আমার দৃষ্টিতে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন রবীন্দ্র জাদেজা।

ফিল্ডিং ক্রিকেট জগতের এক অবিচ্ছেদ্য সংস্কৃতি। রবীন্দ্র জাদেজা সেই সংস্কৃতির ধারক বাহক। ব্যাট হাতে কিংবা বল হাতে যদি রবীন্দ্র জাদেজা দলের জন্য কোনো ভূমিকা রাখতে পারেন তাহলে ফিল্ডিং করে সেই ফাঁকা স্থান পূর্ণ করেন তিনি। সম্প্রতি ভারতের দক্ষিণ আফ্রিকা সফরে যে দল ঘোষিত হয়েছে, তাতে জায়গা হয়নি জাদেজার। ডান হাতের কনুইয়ের চোট রয়েছে তার। ডাক্তার অন্তত এক মাস বিশ্রামের পরামর্শ দিয়েছেন। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রীধর জানিয়েছেন, ভারতীয় দলের সব ক্রিকেটার এখন ফিল্ডিং নিয়ে অত্যন্ত সিরিয়াস। ফিটনেস সচেতন দলের সকলে। কিন্তু সবার থেকে এগিয়ে থাকবেন রবীন্দ্র জাদেজা।

Advertisement

#Trending

More in Cricket News