
চোট পেয়ে ছিটকে গিয়েছেন উমেশ যাদব। শেষ দুই টেস্টে খেলা হচ্ছে না তাঁর। এই খারাপ খবরের মধ্যে তাকে দেশে ফিরে যেতে হয়েছে। তবে এর মধ্যেই একটা ভাল খবর পেলেন তিনি। তাঁর স্ত্রী একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শুক্রবারই।
জাতীয় দলের তারকা পেসার প্রথমে নিজের টুইটার মারফৎ এই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নেন। উমেশ তার টুইটার পোস্টে লেখেন, “পৃথিবীতে স্বাগত ছোট রাজকন্যা। আমরা তোমাকে পেয়ে শিহরিত।”
It's a girl. 😘😘😍😘😍😘 pic.twitter.com/mdorY5nBUv
— Umesh Yaadav (@y_umesh) January 1, 2021
এরপরে বোর্ডের তরফেও টুইট করে উমেশকে শুভেচ্ছা জানায় বোর্ড। কন্যাসন্তানের পিতা হওয়ার সঙ্গে দ্রুত ফিট হয়ে ওঠার জন্য শুভকামনা জানানো হয় বিসিসিআইএর টুইট মারফত।
Congratulations to @y_umesh on the birth of a baby girl today.
We also wish him a speedy recovery and hope to see him soon on the field 😊😊 pic.twitter.com/utpMVM6wUI
— BCCI (@BCCI) January 1, 2021
অজি সফরে উমেশ ভালোই পারফর্ম করছিলেন। অশ্বিন হোক বা বুমরা ইউনিট হিসাবে পারফর্ম করছিলেন। প্রথম টেস্টে শামি ছিটকে যাওয়ার পরে তিনি আর বুমরাই ছিলেন দলের সিনিয়র পেসার। দ্বিতীয় টেস্টেই ঘটে দুর্ঘটনা। ভারত টেস্ট জিতলেও সিরিজ থেকে ছিটকে যান উমেশ।
দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে বোলিং করার সময় চোটের সম্মুখীন হন উমেশ যাদব। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের অষ্টম ওভারের ঘটনা। সেই সময় উমেশ নিজের কোটার চতুর্থ ওভারের বল করছিলেন। সেই ওভারেই হাঁটুতে চোট পেয়ে বসেন।
সেই ওভারের ঠিক দু ওভার আগেই উমেশ আউট করে দিয়েছিলেন অজি ওপেনার জো বার্নসকে। দুরন্ত স্পেল চলাকালীনই যন্ত্রণায় কাতরাতে থাকেন উমেশ। সঙ্গেসঙ্গেই মেডিকেল টিম এসে হাজির হয় মাঠে। তারপর খোঁড়াতে খোঁড়াতে ড্রেসিংরুমে রওনা দেন। উমেশের ওভারের বাকি বলের কোটা পূরণ করেন মহম্মদ সিরাজ।
পরে বোর্ডের তরফে টুইটারে আপডেট জানিয়ে বলে দেওয়া হয়, কাফ মাসলে চোট লেগেছে তারকার। বিসিসিআইয়ের মেডিকেল টিমের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। স্ক্যান করতে নিয়ে যাওয়া হয় সঙ্গেসঙ্গেই। তবে স্ক্যানের রিপোর্টেই স্পষ্ট হয়ে যায়, উমেশ আর খেলতে পারবেন না বাকি দুই টেস্টে। সেই ধাক্কা অনেকটাই কাটল বছরের প্রথম দিনে বাবা হওয়ার জন্য।
