
২০২০ সালের সেরা ওয়ানডে একাদশ ঘোষণা করল ক্রিকেটের অন্যতম সেরা ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো (espncricinfo)। এই একাদশের অধিনায়ক করা হল অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চকে (aaron finch)।
দলে উইকেটরক্ষক হিসেবে রয়েছেন ভারতের লোকেশ রাহুল। এছাড়া ফিঞ্চের সঙ্গে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে রয়েছেন ডেভিড ওয়ার্নার। তিন কবরে বিরাট কোহলি ও চার নম্বরে স্টিভ স্মিথ।
অলরাউন্ডার হিসেবে আছেন গ্লেন ম্যাক্সওয়েল ও রবীন্দ্র জাদেজা। এছাড়া চার স্পেশালিস্ট বোলার হলেন জোফরা আর্চার, আলজারি জোসেফ, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।
এক নজরে দেখে নিন ইএসপিএন ক্রিনইনফোর ওয়ানডে একাদশ:
১) অ্যারন ফিঞ্চ (অধিনায়ক)
২) ডেভিড ওয়ার্নার
৩) বিরাট কোহলি
৪) স্টিভ স্মিথ
৫) লোকেশ রাহুল (উইকেটরক্ষক)
৬) গ্লেন ম্যাক্সওয়েল
৭) রবীন্দ্র জাদেজা
৮) জোফরা আর্চার
৯) আলজারি জোসেফ
১০) অ্যাডাম জাম্পা
১১) জশ হ্যাজেলউড
