Connect with us

Cricket News

এই তারকা ক্রিকেটার ভবিষ্যতবাণী করলেন, সিডনি টেস্টে বড় সেঞ্চুরি করবেন রোহিত

Advertisement

আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচ। সিডনিতে এই ম্যাচ খেলা হবে। এই ম্যাচেই প্রথম একাদশে দেখা যাবে রোহিত শর্মাকে। হিটম্যানের আবির্ভাবে খুশির হাওয়া ভারতীয় শিবিরে।

মায়াঙ্ক আগরওয়ালের জায়গায় রোহিত শর্মাকে প্রথম একাদশে সুযোগ দেওয়া হতে পারে। তাঁকে পরবর্তী দুটি টেস্ট ম্যাচের জন্য ভারতের সহঅধিনায়কও করা হয়েছে। মায়াঙ্ক প্রথম দুটি টেস্টে ব্যর্থ হয়েছিলেন। এই কারণে তার জায়গায় তৃতীয় টেস্টে রোহিত শর্মার খেলা নিশ্চিত দেখাচ্ছে। এর মধ্যেই রোহিত শর্মাকে নিয়ে প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটের ভিভিএস লক্ষ্মণ একটি বড়ো ভবিষ্যতবাণী করেছেন। তার মতে রোহিত শর্মা সিডনি টেস্টে একটি বড় সেঞ্চুরি করবেন।

ভিভিএস লক্ষ্মণ রোহিত শর্মার সেঞ্চুরি প্রসঙ্গে ভবিষ্যতবাণী করে বলেছেন, “রোহিত শর্মা স্বয়ং নিজের প্রতিভা দেখাতে চাইবেন। কারণ আমার সবসময় মনে হয় যে ওর ব্যাটিং অস্ট্রেলিয়ার কন্ডিশনে যথেষ্ট স্যুট করে। যদি ও নতুন বলের মুখোমুখী সঠিকভাবে করতে পারে তো আমার সম্পূর্ণ আশা রয়েছে যে ও একটি বড়ো সেঞ্চুরি করতে পারে।”

ভিভিএস লক্ষ্মণ ভারতীয় দলের সিরিজ জেতার ব্যাপারে কথা বলতে গিয়ে বলেন, “বিরাট কোহলির অনুপস্থিতিতে রোহিত শর্মার চলে আসায় ভারতীয় দল যথেষ্ট খুশি হবে। এর কারণ এটাই যে আপনার ড্রেসিং রুমে বেশি অভিজ্ঞতার প্রয়োজন হয়। এখন ভারতের কাছে সিডনি টেস্ট ম্যাচ জিতে সিরিজে ২-১ লিড নেওয়ার আর তারপর চতুর্থ টেস্টও জিতে ৩-১ ফলাফলে সিরিজ জেতার সম্ভবত দারুণ সুযোগ রয়েছে।”

Advertisement

#Trending

More in Cricket News