
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের মধ্যে বর্তমানে ঠান্ডা লড়াই চলছে। দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার পূর্বে বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর একাধিক তীর ছুড়েছেন। বর্তমানে নেট পাড়ায় সেটিই আলোচ্য বিষয়। বিরাট কোহলি ভার্চুয়াল কনফারেন্সে বলেন, টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে আমি নিজের ইচ্ছায় সরে আসি। তবে অধিনায়কত্ব না ছাড়ার জন্য কেউ আমাকে বারণ করেননি। কিন্তু একদিনের ক্রিকেটে অধিনায়কত্ব থেকে আমাকে সরানো হচ্ছে সেটি আমাকে জানানো হয় মাত্র দেড় ঘণ্টা আগে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট স্কোয়াড ঘোষণা করার দেড় ঘন্টা পূর্বে আমি জানতে পারি যে একদিনের ক্রিকেটে অধিনায়কত্ব হারিয়েছি আমি।
অন্যদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী ইতিপূর্বে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়কত্ব না ছাড়ার জন্য বিরাট কোহলির কাছে আবেদন করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এমনকি আমি নিজেও কথা বলেছিলাম এ বিষয়ে। তাছাড়া ওডিআই ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়ার জন্য ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল বিরাট কোহলিকে। কিন্তু তার মধ্যে কোন রকম প্রতিক্রিয়া দেখাননি কোহলি। তাই বাধ্য হয়ে রোহিত শর্মাকে অধিনায়ক হিসেবে বেছে নিতে হয়েছে আমাদের।
এবার এই প্রসঙ্গে বিরাট কোহলির পাশে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে এক হাতে নিলেন প্রাক্তন ক্রিকেটার অমিত মিশ্র। তিনি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, কি কারনে বিরাট কোহলিকে অধিনায়কত্ব থেকে সরানো হচ্ছে সেটি জানার অধিকার তার আছে। এই ঘটনা শুধুমাত্র বিরাট কোহলির সাথে নয়, ইতিপূর্বে বহু ভারতীয় ক্রিকেটারের সাথে ঘটেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটারদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নয় কেন? ধারাবাহিক পারফরম্যান্স থাকার পরেও দল থেকে কেন বাদ পড়লেন এ বিষয়টি জানার অধিকার রয়েছে ক্রিকেটারের। একদিনের ক্রিকেটে সবচেয়ে সফলতম অধিনায়ক বিরাট কোহলি। তাই তাকে সরানোর পূর্বে অবশ্যই বিষয়টি নিয়ে আলোচনা করা উচিত ছিল।
যদিও খেলার মাঠে বিরাট কোহলি এবং রোহিত শর্মা অত্যন্ত ভালো বন্ধু। দুজনে খেলার মাঠে শতভাগ দিয়ে খেলার চেষ্টা করেন। এতদিন বিরাট কোহলি সফল ভাবে দলের নেতৃত্ব দিয়েছেন। এবার রোহিত শর্মার পালা। ভালো পারফর্মেন্সের পাশাপাশি অধিনায়কত্বের ভারী বোঝা বইতে হবে তাকে। তবে যত দ্রুত সম্ভব বিরাট কোহলি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের মধ্যে বোঝাপড়া মজবুত করা প্রয়োজন।
