Connect with us

Cricket News

Test Cricket: তিনজন হতভাগ্য ক্রিকেটার, যারা অল্পের জন্য এক ইনিংসে ১০ উইকেট নিতে পারেননি

Advertisement

ক্রিকেটের সবচেয়ে কঠিনতম ফরম্যাট ধরা হয় টেস্ট ক্রিকেটকে। পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত এই ক্রিকেটে ক্রিকেটারদের ধৈর্য এবং মানসিকতার যথেষ্ট পরীক্ষা দিতে হয়। এত ক্রিকেটের এই ফরম্যাটকে ক্রিকেটের জনক হিসেবে আখ্যায়িত করা হয়। পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হওয়া এই খেলায় একাধিক রেকর্ড গড়েছেন ক্রিকেটাররা। ব্যাটসম্যানদের সাথে সমান তালে রেকর্ড গড়েছেন বোলাররাও। ব্রায়ান লারার ৪০০ রানের ইনিংস হোক কিংবা অনিল কুম্বলের ১০ উইকেটের ইনিংস হোক, ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে সেই সব কৃতিত্ব আজও অক্ষুন্ন রয়েছে। টেস্ট ক্রিকেটে এ পর্যন্ত এক ইনিংসে ১০ উইকেট নিয়েছেন তিনজন। কিন্তু অল্পের জন্য এই বিরল কৃতিত্ব থেকে পিছিয়ে থেকেছেন জনাকয়েক ক্রিকেটার। চলুন এমন তিনজন হতভাগ্য ক্রিকেটার সম্পর্কে জেনে নেওয়া যাক-

৩. কপিল দেব: এই হতভাগ্য ক্রিকেটারদের তালিকায় রয়েছেন ভারতের ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কপিল দেব। তিনি ১৯৮৩ সালে আমদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৮৩ রানে ৯ উইকেট দখল করেন কিংবদন্তি কপিল দেব। অল্পের জন্য বিরল কৃতিত্ব অর্জন করতে ব্যর্থ হন কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব।

২. সরফরাজ নওয়াজ: প্রাক্তন পাক ক্রিকেটার সরফরাজ নওয়াজ নিজের বিধ্বংসী বোলিং-এর জন্য বিশ্বব্যাপী পরিচিত ছিলেন। পাকিস্তানি প্রাক্তন ক্রিকেটার অল্পের জন্য নাম লেখাতে পারেননি ইতিহাসের পাতায়। তিনি ১৯৭৯ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৬ রানে ৯ উইকেট দখল করেন পাক তারকা।

১. মুত্তিয়া মুরালিধরন: এই তালিকায় সবচেয়ে হতভাগ্য ক্রিকেটার হিসেবে নিজের নাম লিখিয়েছেন মুত্তিয়া মুরালিধরন। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে এক ইনিংসে দুবার নিয়েছেন ৯ উইকেট। অল্পের জন্য ১০ উইকেট থেকে বঞ্চিত হয়েছিলেন বিশ্ববরেণ্য স্পিনার। ১৯৯৮ সালে ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৬৫ রানে ৯ উইকেট দখল করেন মুরলিধরন। ২০০২ সালে ক্যান্ডিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৫১ রানে ৯ উইকেট দখল করেন শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন।

Advertisement

#Trending

More in Cricket News