Connect with us

Cricket News

Rohit Sharma: সময় শেষ হয়ে এসেছে রাহানের, টেস্ট ক্রিকেটেও সহ-অধিনায়ক রোহিত শর্মা

Advertisement

সময়ের বিবর্তনে ভারতীয় ক্রিকেটে যেন আকাশছোঁয়া পরিবর্তন এসে গেছে। টি-টোয়েন্টি ক্রিকেটের পর একদিনের ম্যাচে অধিনায়কত্ব পেয়েছেন রোহিত শর্মা। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের জন্য প্রতিনিধিত্ব করতে দেখা যাবে রোহিত শর্মাকে। দক্ষিণ আফ্রিকা সফরে স্বাগতিকদের বিরুদ্ধে ভারত তিনটি টেস্ট ম্যাচ এবং তিনটি ওডিআই ম্যাচ খেলবে। গতকাল স্বাগতিকদের বিরুদ্ধে শক্তিশালী টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে ভারত। যেখানে একাধিক পরিবর্তন লক্ষ্য করা গেছে।

গতকাল ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা একসাথে দুটি সুখবর পেয়েছেন। সাদা বলের দুই ফরমেটে অধিনায়কত্ব পেয়েছেন তিনি। তাছাড়া লাল বলে অজিঙ্কা রাহানেকে সরিয়ে ডেপুটি অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ব্যর্থতার রেকর্ড গড়েছেন অজিঙ্কা রাহানে। তার ফলশ্রুতিতে দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় স্কোয়াডে তার জায়গা নিয়ে প্রশ্ন উঠেছিল সোশ্যাল মিডিয়ায়। যদিও ভারতীয় স্কোয়াডে জায়গা মিলেছে অজিঙ্কা রাহানের, কিন্তু পদমর্যাদা কমেছে দলে। সাধারণ ব্যাটসম্যান হিসেবে সুযোগ পেয়েছেন ভারতীয় দলে।

চলতি বছরে নিজের ক্রিকেট কেরিয়ারের সব থেকে খারাপ অবস্থা চলছে রাহানের। গত বছরের ডিসেম্বরে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করার পর থেকে রাহানে আর মাত্র দুটি অর্ধশতরানের ইনিংস খেলতে পেরেছেন। গত ২৯ ইনিংসে তাঁর রানের গড় ২০-র কম। সম্প্রতি ১২ টেস্টে রাহানের রানের গড় ১৯.৫৭। এমন পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকা সফরে রাহানের দলে থাকা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। স্কোয়াডে থাকলেও ব্যাট হাতে আদৌ অজিঙ্কা রাহানেকে মাঠে নামতে দেখা যাবে কি না সে বিষয় রয়েছে সন্দেহ।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), কে এল রাহুল, মায়ানক আগারওয়াল, চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারি, শ্রেয়াস আইয়ার, ঋদ্ধিমান সাহা (উইকেট রক্ষক), ঋসব পন্ত (উইকেট রক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মোহাম্মদ সামি, জসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ।

Advertisement

#Trending

More in Cricket News