
আইপিএলের মেগা আসর শেষ হতে না হতেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সিরিজকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে টিম ইন্ডিয়া। সূত্রের খবর, একাধিক তরুণ ক্রিকেটারকে সামনে রেখে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামতে পারে ভারত। এমনকি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একাধিক ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটতে পারে বলেও শোনা যাচ্ছে।
চলতি আইপিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ মে। এরপর ৯ই জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। শোনা গিয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মা সহ একাধিক সিনিয়র ক্রিকেটারকে উক্ত সিরিজ থেকে বিশ্রাম দিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
PROTEAS SQUAD ANNOUNCEMENT ⚠️
Tristan Stubbs receives his maiden call-up 💪
Anrich Nortje is back 👌
India, here we come 🇮🇳Full squad 🔗 https://t.co/uEyuaqKmXf#INDvSA #BePartOfIt pic.twitter.com/iQUf21zLrB
— Cricket South Africa (@OfficialCSA) May 17, 2022
এদিকে আইপিএলের মেগা আসর শেষ হওয়ার পূর্বে ভারতের বিরুদ্ধে t20 স্কোয়াড ঘোষণা করলো প্রোটিয়া শিবির। ১৬ সদস্যের স্কোয়াডে দলে প্রত্যাবর্তন করতে চলেছেন এনরিক নরকিয়া। তাছাড়া ওই স্কোয়াডে অন্তর্ভুক্ত হওয়া বেশিরভাগ ক্রিকেটার রয়েছেন ভারতে।
এক নজরে দেখে নিন দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি’কক, রেজা হেনড্রিক্স, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, এনরিক নরকিয়া, ওয়েন পার্নেল, ডোয়েন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি, ট্রিস্টান স্টাবস, রাসি ভ্যান ডের ডুসেন এবং মার্কো জানসেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি:
৯ জুন প্রথম টি-টোয়েন্টি (দিল্লি)
১২ জুন দ্বিতীয় টি-টোয়েন্টি (কটক)
১৪ জুন তৃতীয় টি-টোয়েন্টি (বিশাখাপত্তনম)
১৭ জুন চতুর্থ টি-টোয়েন্টি (রাজকোট)
১৯ জুন পঞ্চম টি-টোয়েন্টি (বেঙ্গালুরু)
